বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » গুনীজন » বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে বুধবার (১৮ মে) বিকেলে। ওইদিন বেলা প্রায় সাড়ে ১১টা চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ (৯০) মৃত্যু বরণ করে ( ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে এবং বহু আত্মীয় স্বজন রেখে যান। বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ’র মৃত্যুতে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগ, কাপ্তাই উপজেলা আ’লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযোদ্ধার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের লাশ বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদা শেষে কাপ্তাই প্রজেক্ট কবরস্থানে দাফন করা হয়। এসময় সর্বস্তরের লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করে।