বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » ঢাকা » পদ্মা সেতুর টোল কমিয়ে পুনঃনির্ধারনের দাবি
পদ্মা সেতুর টোল কমিয়ে পুনঃনির্ধারনের দাবি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পদ্মাসেতুর নির্ধারিত অত্যধিক টোল সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন টোলের এই অংক পদ্মাসেতু নিয়ে মানুষের স্বস্তিকে অস্বস্তিতে ফেলে দেবে।
তিনি বলেন, পদ্মাসেতুর নির্ধারিত টোল ফেরীভাড়ার দেড়গুন আর বংগবন্ধু সেতুর প্রায় দ্বিগুণ।
বিবৃতিতে তিনি বলেন, শেষ পর্যন্ত এই অস্বাভাবিক টোলের দায়ভার সাধারণ মানুষকেই বহন করতে হবে।অত্যধিক এই টোলের কারনে সকল পরিবহনের ভাড়া বৃদ্ধি পাবে এবং এই দূর্মূল্যের বাজারে মানুষের উপর নতুন চাপ তৈরী হবে।
বিবৃতিতে তিনি টোলের পরিমান কমিয়ে টোল পুনঃনির্ধারনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।