বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি
ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২২ এর আওতায় কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন ও সাবেক সভাপতি জিল্লুর রহমান সহ আরও অনেকে। এ সময় লটারির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের উপস্থিতিতে কৃষক প্রতি ১টন করে ১২৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে ১২৫৯ জন কৃষকের নাম নির্বাচন করা হয়। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, উদ্বোধন দিন থেকে ১৫ দিনের মধ্যে কোন কৃষক ধান দিতে ব্যর্থ হলে অপেক্ষামান তালিকা থেকে কৃষক বাছাই করে ধান সংগ্রহ করা হবে।