বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » খেলা » ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: আগামী ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশ হবে। আমার সামনে যারা দাড়িয়ে রয়েছেন তারাই সেদিন নেতৃত্ব দিবেন।
আপনারা জানেন বাংলাদেশ থেকে খেলাধুলা প্রায়ই বিলুপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এই খেলাধুলাকে আবার মাঠে আনার জন্যে প্রতিনিয়ত চেষ্টা চলছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২২ মঙ্গলবার (১৭ই মে) বিকেল ৪ টায়,উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন্নাহার এর সভাপতিত্বে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এসব কথা বলেন।
জেলা প্রসাশক আরও বলেন, আজকে আপনারা জানেন পৃথিবীর সর্ববৃহত টুর্নামেন্ট আমাদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ। এত বড় টুর্নামেন্ট পৃথিবীর কোথাও নেই। খেলাধুলার মধ্য দিয়েও একটা দেশের পরিচিত আমরা অর্জন করতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক, এ্যাড: খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু,জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মিজানুর রহমান ভুট্টা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ তুহিন আজাদ, ঝালকাঠি যুবলীগ নেতা তারিকুজ্জামান লিমন নকীব, সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ সকলে উপস্থিত ছিলেন। রেজাউল করিম জাকির বলেন, ঝালকাঠিকে মাদক মুক্ত করার জন্য সবাইকে মাঠে এসে খেলাধুলা করতে হবে। তাহলে নেশা থেকে জাতি মুক্তি পাবে। খেলাটি উপভোগ করার জন্য গ্যালারীতে কয়েক হাজার দর্শক উপস্থিতি দেখা গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২২। এ ফুটবল টুর্ণামেন্ট সদর উপজেলার ১০টি ইউনিয়নের অংশ গ্রহনের মধ্যেদিয়ে আগামী ২১ মে বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতনীর মধ্যে দিয়ে এই টুর্ণামেন্ট শেষ হবে।