রবিবার ● ২২ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে শিশুদের জন্মদিন পালন
মোরেলগঞ্জে ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে শিশুদের জন্মদিন পালন
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে সম্মিলিতভাবে শিশুদের জন্ম দিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. অমিরুল আলম মিলন প্রধান অতিথি হিসেবে ২ হাজার ৬ শ শিশুর প্রতিকী জন্মদিনের কেক কাটেন। ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস জানান, তাদের নিবন্ধিত শিশুদের প্রতিকী জন্ম অনুষ্ঠান তারা কেক কাটার মাধ্যমে পালন করে থাকেন। তারা শিশুদের নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক শিশুকে উপহার হিসেবে ১টি পেষ্ট, ১টি সাবান ও ১ প্যাকেট সাবানের গুড়া উপহার দেন।
মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ আলোচনা সভা
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ ক্যাম্পাসে এক র্যালি অনুষ্ঠিত হয় এবং র্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আলী আহসান। আরো বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আর সে লক্ষে ভূমি সেবার জন্য এখন আপনারা আপনার হাতের মোবাইল থেকে সবকিছু করে নিতে পারবেন। আপনাদের আর হয়রানী হতে হবেনা।