বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » উৎসুক জনতা র্যাবকে ডাকাত সন্দেহে আক্রমন : আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায়
উৎসুক জনতা র্যাবকে ডাকাত সন্দেহে আক্রমন : আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায়
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ডাকাত সন্দেহে হামলায় র্যাবের দুই সদস্য ও সোর্স আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারের মসজিদ গলির সামনে ফুট ওভার ব্রীজের নিচে শান্তির হাট রোডের মাথায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যগন অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসুক জনতা র্যাবকে ডাকাত সন্দেহে র্যাবের অভিযানে থাকা প্রাইভেট কার নং-ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯ এর সামনে গ্লাস ভাংচুর করে এবং তাহাদের উপর আক্রমন করে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য ও সোর্স আহত হয়েছে। আহতরা হলেন র্যাব সদস্য সৈনিক শামীম কাউসার (২৯), আনসার ব্যাটালিয়ন মোখলেস (৩৩) এবং র্যাবের সোর্স পারভেজ (২৮)। ঘটনার সময় ফাঁকা গুলির ঘটনা ঘটে। হামলার ঘটনার পর র্যাব ও জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ের বারইয়ারহাটে র্যাব সদস্যরা অভিযান পরিচালনার সময় র্যাবের দুই সদস্য ও সোর্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফেনীতে আনা হয় এবং আহতদের মধ্যে আশঙ্কাজনক দুই জনকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলার শিকার প্রাইভেট কারটি উদ্ধার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। র্যাব সদস্য ও সোর্সের উপর হামলার ঘটনার ক্লু উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
র্যাব -৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউচুপ জানান গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারের মসজিদ গলির সামনে অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসক জনতা র্যাবকে ডাকাত সন্দেহে র্যাবের অভিযানে বাধাঁ দেয়।
র্যাবের সোর্স পারভেজ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।