বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে এক রোহিঙ্গা আটক
ঘোড়াঘাটে এক রোহিঙ্গা আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে নুর হোসেন নামে এক রোহিঙ্গা পুলিশের হাতে আটক হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে মকবুল আহমেদ এর ছেলে মোঃ নুর হোসেনসহ দুইজন কাজের সন্ধানে দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থান করা কালে কোন এক সময় অসুস্থ হয়ে পড়লে কে বা কাহারা গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার ভাষা বুঝতে না পেরে রোহিঙ্গা মনে করে থানা পুলিশকে খবর দেয়।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, নুর হোসেন পুরোপুরি সুস্থ হয়ে উঠলে কক্সবাজার পুলিশ সুপারের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।
ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নুরজাহানপুর গ্রামের মুন্নু মিয়ার ছেলে সামসুল ইসলাম (২৫) ও একই উপজেলার বলগাড়ী গ্রামের মৃত বানু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫)। এদের মধ্যে সামসুল ইসলামের ১ বছর ও আব্দুর রহিমের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক ছায়েদুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়ীতে সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে পুলিশি অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ দন্ড প্রদান করেন।