বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রকাশককে হুমকি দেওয়া দুলালের নামে থানায় জিডি
প্রকাশককে হুমকি দেওয়া দুলালের নামে থানায় জিডি
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দৈনিক প্রতিবাদী কন্ঠে গত ২৩ তারিখে “রক্তের হোলিখেলায় মেতে উঠেছে পাঞ্জের ও সবুজ হত্যা মামলার প্রধান আসামি দুলাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরদিন ২৪ তারিখ রাত ৩ ঘটিকার সময় থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বহুল আলোচিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি কুষ্টিয়া মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল তার ব্যবহৃত ০১৭৪৬-১৬২৮৫১ নং মোবাইল থেকে পত্রিকার প্রকাশক ইমতিয়াজ আহমেদ মিলনের ব্যবহৃত ০১৩০৪-১২৮৭৬২ নম্বরে ফোন দিয়ে বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে।
সাধারণ ডায়েরির সূত্র মতে দুলাল বলেন, তুই যদি নিউজ ডিলিট না করিস তোর অফিস আমাদের ছেলেদের দিয়ে ভাঙচুর করাব সেই সাথে প্রাণনাশের হুমকিও প্রদান করে। তার এরূপ হুমকিতে প্রতিবাদী কন্ঠে’র প্রকাশক নিরাপত্তাহীন হয়ে পড়ায় গত ২৪ তারিখ বিকেলে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৪৫৩।
উল্লেখ্য আহম্মদপুর বাসিন্দাদের কাছে দুলাল একটি আতংকের নাম তাকে নিয়ে এলাকাবাসী সকল সময় আতঙ্কিত থাকে। তারই বক্তব্যের বিষয় তুলে ধরে একই শিরোনামে জাতীয় দৈনিক গণকণ্ঠ, দৈনিক আলোকিত সকাল, প্রতিবাদী কন্ঠ সহ দশ-বারোটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে দুলাল মরিয়া হয়ে ওঠেন নিউজ বন্ধ করার জন্য।
অবশেষে নিউজ বন্ধ না করতে পেরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া শুরু করেন সন্ত্রাসী স্টাইলে। চরমপন্থী সন্ত্রাসী এই দুলাল কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিখোঁজ সবুজের মামা। তিনি শুধু প্রকাশককেই হুমকি দেন নাই, হুমকি দিয়েছেন প্রতিবাদী কন্ঠে’র সম্পাদককেও। প্রকাশক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার কারণ একটাই জিডিটি সুষ্ঠুভাবে তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক।
কুষ্টিয়ায় কম্বাইন হারভেষ্টারের সাহায্যে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত
কুষ্টিয়া :: কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো ধান চাষাবাদের কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কর্তনের মধ্য দিয়ে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত পালিত হয়।
গত ২৪ তারিখ বিকেলে কৃষিবিদ সুকান্ত কুমার প্রামাণিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃওয়াহিদুজ্জামান।
স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব সৌমিত্র কুমার শীল ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সহ উক্ত ইউনিয়নের কৃষক পরিবারের সদস্যগ। সকলের উপস্থিতিতে প্রধান অতিথি কম্বাইন হারভেষ্টারের সাহায্যে শস্য কর্তন ও মাঠ দিবস পালন করেন।