সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বান্দরবান » আলীকদম উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে কাইনথপ ম্রো
আলীকদম উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে কাইনথপ ম্রো
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে সদ্য বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম এর স্থলাভিষিক্ত হলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ কাইনথপ ম্রো। ‘ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান’ হিসেবে ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কাইনথপ ম্রো’র যৌথ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জুলাই) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে মোঃ আবুল কালামকে বরখাস্ত করা হয়। একইদিন বান্দরবান স্থানীয় সরকার বিভাগ থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পদে নিয়োগের নির্দেশনা জারী করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রোকে ২ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাইনথপ ম্রো এ প্রতিবেদককে জানান, সরকারি মেনুয়্যাল অনুযায়ী প্যানেল চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি সবসময় সরকার কর্তৃক পদত্ত নির্দেশনা মেনে চলার চেষ্টা করব এবং আমি চাইব জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমার কর্মকান্ডের মধ্য দিয়েই হয়। আমি সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৩৬ মিঃ