রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ভুয়া ২ দাতের ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড
খাগড়াছড়িতে ভুয়া ২ দাতের ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের মেহেদীবাগ ও নারিকেল বাগান এলাকায় ভুয়া দুই দন্ত চিকিৎসককে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার ২৮ মে বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন, মেহেদী বাগ এলাকার বেলকুচি ডেন্টাল কেয়ারের ইমদাদুল হক লাবু ও নারিকেল বাগান এলাকার স্বপ্না ডেন্টাল কেয়ারের এস কে ধর।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল জানান, খাগড়াছড়িতে তিনটি দন্ত চেম্বারে অভিযান চালিয়ে ২জন ভুয়া চিকিৎসককে দণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের কারও বিএমডিসির নিবন্ধন নেই। তারা অস্বাস্থ্যকর ও মেয়াদোর্ত্তীণ ওষুধ ব্যবহার করতেন।
তিনি বলেন, মেডিক্যাল ও ডেন্টাল আইন-২০১০ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে ৬মাস করে জেল ও ৫০হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে তাদের ১মাস করে কারাদণ্ড দেয়া হয়।