রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্বে মামলা করার রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ
ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্বে মামলা করার রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকায় গত ১৫ মে মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইষতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিস সহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় হয়রানী মুলক মামলা করায় এক প্রতিবাদ সভা করেছেন রাউজান প্রেসক্লাব। রাউজান জলিল নগরস্থ কাজী প্লাজা রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। রাউজান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাউজান প্রতিনিধি এম রমজান আলীর সঞ্চলনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজাদীর রাউজান প্রতিনিধি মীর মোহাম্মদ আসলাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাউজান প্রতিনিধি, প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি অপরাধ জগত পত্রিকার প্রতিনিধি এম জাহাঙ্গীর নেওয়াজ, সংগঠনের সহ সভাপতি গ্লোবাল টিভি ও গণকন্ঠ পত্রিকার রাউজান প্রতিনিধি, নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি, কামাল হাবিবি, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম বাবু, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রাউজান প্রতিনিধি. আমির হামজা, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক ইনফো বাংলা পত্রিকার প্রতিনিধি লোকমান আনসারী, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি আরফাত হোসাইন, দৈনিক গুমুক্তি পত্রিকার প্রতিনিধি রায়হান উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইষতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিস সহ ৫জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবী জানান।