সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ওসির আল্টিমেটামের ১৬ ঘন্টা : র্যাবের খোয়া যাওয়া অস্ত্র অবশেষে পাওয়া গেছে
ওসির আল্টিমেটামের ১৬ ঘন্টা : র্যাবের খোয়া যাওয়া অস্ত্র অবশেষে পাওয়া গেছে
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর এলাকায় র্যাবের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় খোয়া যাওয়া অস্ত্র অবশেষে পাওয়া গেছে। শনিবার সকালে বারইয়ারহাট পৌর এলাকায় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুনের ২৪ ঘণ্টার আল্টিমেটামের ১৬ ঘটনার মধ্যে লুট হওয়া অস্ত্র পাওয়া গেল।
রবিবার (২৯ মে) ভোরে বারইয়ারহাট পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে থেকে একটি চিরকুটসহ অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন।
এদিকে অস্ত্র পাওয়ার পর বারইয়ারহাট বাজার ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে আতংক কাজ করছিল। ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় কোনো নিরীহ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়। সিসি টিভির ফুটেজ দেখে ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করেছে র্যাব-৭। এছাড়া মামলা করা হয়েছে ৩টি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শনিবার সকালে বারইয়ারহাট পৌর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অস্ত্র উদ্ধারে আমি ২৪ ঘণ্টার আল্টিমেটামের দিয়েছিলাম। আল্টিমেটামের ১৬ ঘটনার মধ্যে লুট হওয়া অস্ত্রটি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শনিবার গভীর রাতে টেলিটক নম্বর থেকে একটি ফোন আসে। অপর প্রাপ্ত থেকে জানানো হয় র্যাবের লুট হওয়া অস্ত্রটি বারইয়ারহাট পৌরসভাধীন মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম রবিবার ভোরে গিয়ে একটি চিরকুট সহ অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি পাওয়ার পর ভয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে জমা দিতে পারেনি বলে চিরকুটে দাবি করা হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মিরসরাই পৌরসভা
মিরসরাই :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ মে) বিকেলে উপজেলার মিরসরাই স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাষ্টার দিদারুল আলমের সঞ্চালনায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব।
মিরসরাই পৌরসভা এবং ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন একাদশের মধ্যকার ফাইনাল খেলায় ৩-০ গোলে মিরসরাই পৌরসভা জয়লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের তারেক।
ফাইনাল খেলা পরিচালনা করেন মাষ্টার সাইফুল ইসলাম, মীর হোসেন, ওসমান গণি এবং বিকেলের খেলা পরিচালনা করেন মাষ্টার ওসমান গণি, নঈমুল ইসলাম, উত্থান বড়ুয়া, সাইফুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম ও মীর হোসেন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মাষ্টার দিদারুল আলম।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭’) দেশব্যাপী আয়োজনের সাথে মিল রেখে গত ২২ মে সকালে মিরসরাই স্টেডিয়ামে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা পর্যায়ে খেলার জন্য খেলোয়াড় বাছাই করা হয়েছে। টুর্নামেন্টে মিরসরাইয়ের ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভা অংশ নেন।
মিরসরাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
মিরসরাই :: মিরসরাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৮ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইয়ারহাট পৌরসভাস্থ ওয়াপদা অফিস এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা ও হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেল (৩০) কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি শহিদুল ইসলাম প্রকাশ শাহরিয়ার চৌধুরী সোহেল মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফিউল্ল্যাহ কেরানী বাড়ির মৃত শফি উল্ল্যাহ কেরানীর কনিষ্ঠ পুত্র।
জোরারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এএসআই এনামুল হক সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, শাহরিয়ার সোহেলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল (আইসিটি) আদালতের মামলায় গ্রেফতার করা হয় এবং রোববার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।