সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে হাসপাতালসহ ৮টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
খাগড়াছড়িতে হাসপাতালসহ ৮টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে ১টি চক্ষু হাসপাতাল ও ৮টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর অভিযানে নিবন্ধন সংক্রান্ত যথাযথ কাগজ পত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় সিলগালা করা হয়।
রবিবার (২৯ মে) দুপুরের দিকে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদরে ৩টি, দীঘিনালায় ৩টি, মহালছড়িতে ২টি এবং পানছড়িতে ১টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
জেলা সদরের ১টি চক্ষু হাসপাতাল, ফেয়ার হেলথ ডায়াগনস্টিক সেন্টার ও পানখাইয়া পাড়ায় কেএসটিসি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার, দীঘিনালা উপজেলায় পার্বত্য ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও শীতল ডায়াগনস্টিক সেন্টার, মহালছড়ি উপজেলায় সেবা প্যাথলজি সেন্টার ও পপুলার মেডিকেল সেন্টার, পানছড়ি উপজেলায় পানছড়ি প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়।
খাগড়াছড়ি জেলা সদরে অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।
এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের, সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. ছাবের বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে। যাদের কোনো কাগজপত্র নেই, অথচ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার খুলে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত বলেন, অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।