শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালী প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ শনিবার দিনব্যাপি বিভিন্ন কর্মসুচি পালিত হয় ৷
দিবসটি উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন রাজনৈতিক দলের ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প মাল্য অর্পন করেন ৷ প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ পরে কাউখালী থানা, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অংগ সংগঠন, বাংলাদেশ জাতীয় পার্টি (এরশাদ), কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,পোয়া পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়
পোয়া পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতছড়ি ছিদ্দিক-ই- আকবর দাখিল (রাঃ) মাদ্রসা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়, কাউখালী কিন্টার গার্টেন স্কুল, কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য প্রদান করেন ৷
পরে উপজেলা মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন স্কুল, মাদ্রসার ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ৷
কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মননা প্রদান করা হয় ৷