শিরোনাম:
●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা
রাঙামাটি, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াস গুমের ষড়ষন্ত্রে যারা ছিল, তারা আর এমপি হতে পারে নাই : লুনা
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াস গুমের ষড়ষন্ত্রে যারা ছিল, তারা আর এমপি হতে পারে নাই : লুনা
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিয়াস গুমের ষড়ষন্ত্রে যারা ছিল, তারা আর এমপি হতে পারে নাই : লুনা

--- বিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ইলিয়াস আলী যখন এমপি ছিলেন, তখন সিলেট-২ আসনের প্রতিটি রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে তিনি উন্নয়ন করেছেন। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকেছেন। তাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন।

ইলিয়াস আলীর এসব উন্নয়নমূলক কর্মকান্ডে, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে গুম করা হয়েছে। যারা তাকে গুম করার ষড়যন্ত্রে ছিল, তারা কেউ আজ ভালো অবস্থায় নেই। কারণ, আল্লাহ পাকের বিচার আছে। যারা ষড়যন্ত্র করেছিল, তারা কেউ আর এমপি হতে পারে নাই। এখানে (সিলেট-২ আসনে) হয়তো তালগাছ-আমগাছ এমপি হয়েছে কিন্তু যারা ইলিয়াস আলীকে গুমের ষড়যন্ত্র করেছিল, তারা এমপি হতে পারে নাই।’

লুনা আরও বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। বিনাভোটের এই সরকার বন্যাদূর্গতদের পাশে দাড়াচ্ছে না। তাদের হাত থেকে মানুষ মুক্তি চায়। এই অবৈধ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নিবে না।’

সোমবার (৩০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নে বন্যার্তদের মাঝে পৃথক তিনটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওই তিন ইউনিয়নের ৯শত মানুষের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুক ও রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খানের পৃথক সভাপতিত্বে অনুষ্ঠিত ওই তিনটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি শামছুজ্জামান সমছু, গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তালুকদার মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষক লীগ : বিশ্বনাথে শফিক চৌধুরী

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দূর্নীতি-লুটপাঠের দল বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। বিএনপি-জামায়াত তাদের আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করার পাশাপাশি দূর্নীতিতে ৫ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে।

আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদানের পাশাপাশি প্রায় ৭০% ভ‚র্তকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সুযোগ দিয়ে কৃষকদের ব্যাপক উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিশ্বের অনেক দেশ উন্নয়নের মডেল হিসেবে গন্য করছে। তাই দেশে সর্বস্তরের কৃষকদের ব্যাপক উন্নয়নের জন্য কৃষক লীগের নেতাকর্মীদেরকে আরো বেশি করে কাজ করতে হবে।

তিনি সোমবার (৩০ মে) সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মাসেতুসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের গাত্রদাহ (জ্বলাপুড়া) শুরু হয়েছে। তাই তারা সরকারের উন্নয়ন নিয়ে গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আর তাদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগই যতেষ্ট।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে সম্মেলন বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন।
উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুলের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহ আহমদুর রহমান, প্রচার সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, সদস্য আব্দুর সবুর সুজা, মহানগর কৃষক লীগের সদস্য শেখ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাবেক সদস্য আছাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদুর রহমান।
বক্তব্য রাখেন পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ, লামাকাজী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুক উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওছার চৌধুরী, রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি আজিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কমরু মিয়া, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, দশঘরর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আকবর আলী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সোরাব আলীকে সভাপতি ও এম এ হান্নান বদরুলকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করে উপজেলা কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করে নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও কৃষকলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে বিশ্বনাথে বিএনপির সভা- দোয়া মাহফিল

বিশ্বনাথ :: সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ মে) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, সদস্য খছরুজ্জামান খছরু, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক এনামুল হক, রাসেল আহমদ, সদস্য আব্দুল কাইয়ূম ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বকুল মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান ও শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী লোকমান আহমদ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিম মামুন মেম্বার, সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, ত্রাণ ও পুর্নবাস বিষয়ক সম্পাদক হাসমত আলী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, আনিছুজ্জামান খান, তখদ্দুছ আলী, খলিলুর রহমান, জিল্লুর রহমান, আব্দুস ছাত্তার, ইরন মিয়া মেম্বার, সুফিয়ান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম, আব্দুল লতিফ, আব্দুল হান্নান বাবুল, সদস্য সাইদুর রহমান রাজু, আসক আলী, আফিজ আলী, সৈয়দুর রহমান, তাজেক আলী, সুনু মিয়া, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান, ময়নুল ইসলাম, সুহেল উদ্দিন, শাহ লিলু, দিলওয়ার হোসেন সজিব, সদস্য আসক আলী, ওয়াসিম উদ্দিন, শাহরিয়ার নাজিম, আফছর আলী, আব্দুস সালাম, সালেখ আহমদ, বদরুল ইসলাম, তেরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক, সদস্য সচিব দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল গণি, আরশ আলী, নিজাম উদ্দিন, সুজন মিয়া, সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য জাকির হোসেন, ময়নুল ইসলাম, রায়হান আহমদ, রুমন মিয়া প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

২০২৪ এর গণঅভ্যুত্থান শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থান শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত  : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা
উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক
আমরা ডামি ও নিশি রাতের নির্বাচনে বিশ্বাস করি না  : তারেক রহমান আমরা ডামি ও নিশি রাতের নির্বাচনে বিশ্বাস করি না : তারেক রহমান
দেশের মানুষকে কোনরুপ উসকানিতে পা না দেবার আহবান দেশের মানুষকে কোনরুপ উসকানিতে পা না দেবার আহবান
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল  বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি
আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
না মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা না মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা
অতি উৎসাহীদের গোষ্ঠীগত এজেন্ডার চাপে সরকারকে বেসামাল হলে চলবেনা অতি উৎসাহীদের গোষ্ঠীগত এজেন্ডার চাপে সরকারকে বেসামাল হলে চলবেনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)