শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা স্ট্যান্ড উদ্বোধন
মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা স্ট্যান্ড উদ্বোধন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.০৫মিঃ) মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের নিজস্ব পতাকা স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে ৷ প্রায় ১৫ দিনের নির্মাণ কাজ শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেমকে সাথে নিয়ে উক্ত পতাকা ষ্ট্যান্ডটি উদ্বোধন করেন ৷ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন কালীন সময় বীর মুক্তিযোদ্ধারা স্ব-কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে নতুন দৃষ্টান্তের সুত্রপাত করেন৷
২৬ মার্চ শনিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এই উদ্বোধনীতে প্রধান অতিথি উপস্থিত মাটিরাঙ্গা পৌর ও উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ৷ মতবিনিময়ের এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা প্রধান অতিথিকে উপজেলা সংসদ কার্যালয়ে পিছনের দিকটা পরিদর্শনের আমন্ত্রণ জানালে সরেজমিনে পরিদর্শণ শেষে তিনি মুক্তিযোদ্ধাদের স্থায়ীভাবে আয়ের উত্স তৈরি কল্পে একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা ব্যক্ত করেন ৷ এ ব্যাপারে ভবন নির্মানের জন্য দ্রুত সময়ের মধ্যে ভুমি পরিমাপ করে এটি খসড়া ষ্টিমিট তৈরির পরামর্শ দেন ৷
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধালীগের সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ,মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, আব্দুল খালেক, কাঠব্যবসায়ী সোহরাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,দুখু মিয়াসহ পৌর ও উপজেলা কমান্ডের বিভিন্ন মুক্তিযোদ্ধারা ৷