মঙ্গলবার ● ৩১ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি দেখে পাচারকারীর পলায়ন : রামগড়ে ১৫ ভারতীয় গরু জব্দ
বিজিবি দেখে পাচারকারীর পলায়ন : রামগড়ে ১৫ ভারতীয় গরু জব্দ
রামগড় প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৫টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারীরা।
সোমবার (৩০ মে) রাত পৌনে ৮টায় রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর কূল থেকে এসব গরু জব্দ করা হয়।
জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় গরু অবৈধভাবে সীমান্ত পার করে রামগড়ের পাশ্ববর্তী বাগানবাজার ও চিকনছড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৩বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশে নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ফেনী নদীর কূল নামক স্থানে অভিযান চালায় বিজিবি।
এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারীরা।
পরে সেখানে তল্লাশি চালিয়ে ১৫টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫লক্ষ ৭৫হাজার টাকা। প্রয়োজনীয় কাজ শেষে গরুগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে অপরাধ নির্মূলে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।