বুধবার ● ১ জুন ২০২২
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি’র সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে ঐকমত্য
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি’র সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে ঐকমত্য
ঢাকা :: আজ দুপুরে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রায় দুই ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিদ্যমান কর্তৃত্ববাদী দুঃশাসন অবসানে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে মতৈক্য পোষণ করা হয়।নেতৃবৃন্দ বলেন, গণসংগ্রামের পথে সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে,আন্দোলনে জিততে না পারলে ভোটাধিকার, অবাধ নির্বাচন কিছুই অর্জন করা যাবেনা।
সভায় সরকারের পদত্যাগ , জাতীয় সংসদ বাতিল, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার এবং অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে, দেশ ও জনগণের এই দুঃসময়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজপথে বিরোধী দলসমূহ ও জনগণের কার্যকরি ঐক্য গড়ে উঠবে।
মতবিনিময় সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্টান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জহিরুদ্দীন স্বপন অংশ নেন।
মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক , রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হোসেন,এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিং এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মত আর একটি ব্যর্থ ও অকার্যকর নির্বাচনের দায় দেশের জনগণ গ্রহণ করতে পারবে না।তিনি বলেন, আমরা কেবল গতানুগতিক ধারায় সরকার পরিবর্তনের আন্দোলন নয়, আমরা বিদ্যমান অগণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র ও সরকার ব্যবস্থার পরিবর্তনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাজনৈতিক ভিত্তি ও রুপরেখা প্রনয়নের কাজও হাতে নিয়েছি।তিনি জনগণের অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করে চলমান আন্দোলন বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি’র সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংকট উত্তরণে পার্টির ৩১ দফা ব্যাখ্যা করেন।
পার্টির পক্ষ থেকে সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, রাষ্ট্র ও সরকার ব্যবস্থার ব্যক্তিকেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিল, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলা রোধ, বিকেন্দ্রীকৃত সরকার পদ্ধতি , নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, জাতীয় সম্পদ রক্ষা, প্রাণ প্রকৃতি বিনাশী প্রকল্পসমুহ বন্ধ,জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাসহ গণতান্ত্রিক পরিবর্তনের আশু বিষয়সমূহ তুলে ধরা হয়।