শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
গাবতলীতে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। শোভাযাত্রা শেষে মঞ্চে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান আলী এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ প্রমূখ। মেলায় ১৪টি ষ্টল অংশ নেয়।
সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে
বগুড়া :: বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুখানপুকুর রেলওয়ে মাঠে ১ মে ২২ বুধবার বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা টি.এম.মুসা পেস্তা বলেছেন, সুখানপুকুর আ’লীগের ঘাটি, আগামী ১৫জুন ২২ নৌকার মার্কায় ভোট দিন। নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শেখর বিটু সিংহের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি নির্বাচনে নৌকার মার্কা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলমগীর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মেস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, সাধারন সম্পাদক এ.আই ফয়সাল খান জনি, সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গফুর মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাঙ্গা। আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক নাজমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারন সম্পাদক আব্দুল গফুর বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর আ’লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেল, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শিমু, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম উজ্জল, অশোক কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, আব্দুল গফুর মাষ্টার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক পলাশ রায় পলান, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, আব্দুল মালেক, জিয়াউল হক রুবেল, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আরিফুর ইসলাম আরিফ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তারেক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নিবির রায়’সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার শত শত ভোটার বৃন্দ।