শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া জেলা ছাত্রলীগে পদ পেলেন বিবাহিত চাকরিজীবী মাদকসেবী ও ব্যবসায়ী
কুষ্টিয়া জেলা ছাত্রলীগে পদ পেলেন বিবাহিত চাকরিজীবী মাদকসেবী ও ব্যবসায়ী
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগেই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ভূমিকা ছিল। বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল অনেককে। এই সর্বপ্রথম কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে কলুষিত করল বিবাহিত, মাদকসেবী, চাকুরীজীবী ও প্রতিবন্ধী ছাত্র নেতাদের দিয়ে।
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে ৫ এর গ এ বলা আছে কোন নিয়মিত শিক্ষার্থী ( ৫ -এর ক- উপধারা অনুযায়ী) ছাত্রলীগের কমিটিতে ঢুকতে পারবে না। অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ মাস পর গঠনতন্ত্র অনুযায়ী ১৫১ জনের নাম কমিটিতে থাকার কথা ছিল। কিন্তু গত ৩১ শে মে বুধবার রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ২০৯ জনের নামের তালিকা দিয়ে পুুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। তবে ত্যাগী ও পরিক্ষিত অধিকাংশ ছাত্র নেতাদের বাদ দিয়ে ১৭ জন বিতর্কিত ও সংবিধান পরিপন্থী ছাত্ররা উক্ত কমিটির বড় বড় পোস্টে জায়গা করে নিয়েছে।
তথ্য ও ডকুমেন্ট সহ জানা যায়, ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২০৯ জনের মধ্যে কুষ্টিয়ার বিএনপি নেতা জাকির সরকারের আত্মীয় অনিক ইমতিয়াজ অমিকে সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়। বিবাহিত ছাত্রনেতাদের তালিকায় রয়েছে শুভ আহমেদ, হিরোজ আল মামুন, মেহেদি হাসান রিমন, দিদারুল ইসলাম দিদার, ইমরান নাজির, দিপু ইসলাম, আল-আমিন শেখ হিমেল,
৩৭ বছরের সোহানুর রহমান, আহমেদ ফয়সাল জয়, তানভির আহমেদ রবিন। এদের সকল ডকুমেন্ট ও কাবিন নামা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে সহ-সভাপতি পদে নাম উঠে এসেছে ইয়াবা সেবনকারী চঞ্চল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ তুশার ও সহ-সম্পাদক রনি ইসলামের। ইতিমধ্যে তাদের ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। ইতিপূর্বে চঞ্চল ফেনসিডিলসহ প্রশাসনের হাতে আটক হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের ল্যাব সহকারী পদে কর্মরত থাকা খাজা আহম্মদ কলিনকে উপ গণসংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ও মানসিক ভারসাম্যহীন এক ত্যাগী কর্মী ইয়াসির আরাফাত অর্ণবকে সহ-সম্পাদক পদ দেওয়া হয়েছে।
এদিকে কুষ্টিয়া মডেল থানা সূত্র মতে জানা গেছে সহ সভাপতি পদ পাওয়া শেখ সজীব ওরফে এসকে সজীবের বিরুদ্ধে শহরের চিহ্নিত তিনটি মামলা চলমান রয়েছে। সে ২০১৬ সালে প্রশাসনের হাতে ফেনসিডিলসহ আটক হয়েছিল। বর্তমানে তিনটি মামলায় এখনো বিচারাধীন রয়েছে।
বর্তমানে কুষ্টিয়ায় এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই চলছে সমালোচনার ঝড়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতা জানান, আমরা আশা করেছিলাম এবার আমরা আন্দোলন সংগ্রামের জন্য একটি পরীক্ষিত, সংগ্রামী ও ত্যাগী ছাত্রলীগ কমিটি পাব। কিন্তু বিবাহিত, বিএনপি-জামায়াত ঘরোনার, মাদকাসক্ত, অযোগ্য, অর্থব্য ছাত্রদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
তারা এটাও বলেন, এই ছাত্রলীগকে দিয়ে আর যাই হউক না কেন রাজপথের আন্দোলন সংগ্রাম করা যাবে না। এরা পদ-পদবি পাওয়ার পর মুল সংগঠন আওয়ামীলীগ, যুবলীগকে নানা ভাবে সামনে এগিয়ে যেতে অন্তরায় সৃষ্টি করবে। ওই নেতৃবৃন্দরা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের একটি গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে কিন্ত আওয়ামী আদর্শিক নয়, ইয়াবাখোর, ফেন্সিখোর, বিবাহিত ছাত্রলীগ দিয়ে কি ভাবে আন্দোলন সংগ্রাম করবে, বরং তারা নাম ভাঙ্গিয়ে নিজেদের উন্নয়নে বেশি ব্যস্ত থাকবে বলে মতামত দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির অনেক রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। মহান ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বপরি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের একটি বৃহত অংশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিল। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস।
বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ। শেখ মুজিবুর রহমানের প্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় একঝাঁক সূর্যবিজয়ী স্বাধীনতাপ্রেমী তারুণ্যোর উদ্যোগে প্রতিষ্টিত হয় এশিয়া মহাদেশের ‘বৃহত্তম’ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৭২ বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে রূপদানের ইতিহাসকে ধুলোয় মিশিয়ে দিল আজ কুষ্টিয়া জেলার নব্য ছাত্রলীগ কমিটি।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেন নাই।
অন্যদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ১৫১ জনের নাম কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছিলাম প্রায় ১২/১৩ মাস আগে। কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে ২০৯ নাম এসেছে। তবে অভিযুক্ত নেতৃবৃন্দদের বিষয়ে আমি কিছুটা অবগত আছি। তিনি এটাও বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্রলীগকে আমরা কলুষিত হতে দিব না। আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর কমিটি চাই। প্রয়োজন হলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিষয়ে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়ে ছাত্রলীগের কমিটিকে সংশোধন করা হবে।
কুষ্টিয়া জেটিআই এর প্লান্ট ম্যানেজারের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাপ্লাইয়ারের মালামাল লুট
কুষ্টিয়া :: কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় অবস্থিত ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের মেম্বার অফ জাপান টোবাকো গ্রুপ (জেটিআই) কুষ্টিয়া টেক্সটাইল মিল ক্রয় করে ওখানে তামাক প্রক্রিয়াজাতকরণ চলছে। যদিও সাইনবোর্ডে এখনো কুষ্টিয়া টেক্সটাইল মিলস লিমিটেড লেখা আছে। কারণ উক্ত টেক্সটাইল মিলে পূর্বে যেখানে শাড়ি কাপড় তৈরি হতো সেটিই হওয়ার কথা ছিল। কিন্তু জেটিআই কোম্পানি আইনের তোয়াক্কা না করে ভাদালিয়া টেক্সটাইল মিলের মধ্যে তামাক প্রক্রিয়াজাতকরণ কাজ চালিয়ে যাচ্ছে।
উক্ত জেটিআই কোম্পানিতে অফিশিয়াল ও আন অফিসিয়াল প্রচুর পরিমাণ লোক কাজ করছে বিভিন্ন শিফট এর মাধ্যমে। ভিতরে একটি ক্যান্টিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যা ব্যবহৃত হচ্ছিল না যার পরিপেক্ষিতে প্রতিষ্ঠানটি ক্যান্টিনের মাধ্যমে খাবার সাপ্লাই করনের জন্য দরপত্র আহ্বান করে। উক্ত খাবার সাপ্লাইয়ের জন্য তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেন। সাপ্লাইয়ার প্রতিষ্ঠানের মধ্য থেকে সর্বনিম্ন দরদাতা হিসেবে ইনকিউবেটর ভেঞ্চার নামক একটি প্রতিষ্ঠান খাবার সাপ্লাইয়ের কাজ পান গত ২৫ মে ২০২২ তারিখে উক্ত কাজের অর্ডারটি প্রধান কার্যালয় সুইজারল্যান্ড থেকে জেটিআই এর পক্ষ থেকে নিকিতা হোসেইন মেইল করে অনুমতি প্রদান করেন। গত ১ জুন ক্যান্টিনের উদ্বোধন হওয়ার কথা ছিল। অতি সংক্ষিপ্ত সময়ের কারণে তা হয়ে ওঠেনি আগামী ৬ তারিখে সেটি উদ্বোধন হওয়ার কথা ছিল।
ইনকিউবেটর ভেঞ্চার এর মালিক পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বালিয়াপাড়া গ্রামের নাঈম রহমান তার ছয় জন কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গত কয়েকদিন ধরে জেটিআই কোম্পানির মধ্যে ক্যান্টিনের মেরামত থেকে শুরু করে সার্বিক কাজ করে যাচ্ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যান্টিনে ব্যবহার করনের জন্য মালামাল ঢুকিয়ে ফেলে। এবং প্রতিটি মালামাল ঢোকানোর ইনভয়েস জেটিআই কোম্পানির সিল ও স্বাক্ষর দিয়ে ভিতরে প্রবেশ করান। যার প্রতিটা ইনভয়েস সংরক্ষণ করা রয়েছে তার কাছে।
কিন্তু জেটিআই কোম্পানির প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলমের নির্দেশে বহিরাগত সন্ত্রাসী ভিতরে ঢুকে হঠাৎ তাদের উপর আক্রমণ করে সমস্ত মালামাল ছুঁড়ে ফেলে দেন প্রাণনাশের হুমকি দেন। ইতিমধ্যে মালামালের কিছু অংশ বাইরে বের করে দেন বেশিরভাগ মালামালই ভিতরে লুটপাট হয়ে গেছে।
এ বিষয়ে উক্ত সাপ্লাইয়ার কোম্পানির মালিক নাঈম রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা অর্ডার শীট হাতে পাওয়ার পরপরই কাজ শুরু করেছি আগামী ৬ তারিখে উদ্বোধন হওয়ার কথা। কিন্তু বিধিবাম আমাদের কাজ চলমান থাকা অবস্থায় জেটিআই এর প্লান্ট ম্যানেজারের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী এসে তাণ্ডবলীলা চালিয়েছে আমাদের উপর এতে আমাদের ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার উপর। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। সেই সাথে প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে বিষয়টি জানাতে বাধ্য হব।
এ বিষয়ে জানতে চেয়ে জেটিআই প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নাই।