সোমবার ● ৬ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা
খাগড়াছড়িতে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় বাসভবনের বাইরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাংচুর এবং অপর একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা। এছাড়া মিল্লাত চত্বরসহ আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে।
হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। তবে বিএনপি’র প্রতি পাল্টা অভিযোগ করছে আওয়ামী লীগ।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এন আবছার অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে তাদের নেতাকর্মীরা কলাবাগানে ঢুকে অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে। আর হামলার নির্দেশ দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ।
হামলার সময় ওয়াদুদ ভূঁইয়া ওই বাসভবনেই অবস্থান করছিলেন। জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন এম এন আবছার।
তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা দোষারোপ করেছেন আওয়ামী লীগ নেতারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলো আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাঙ্গাব্রিজ এলাকা অতিক্রম করার সময় বিএনপির লোকজন ওই মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাদের ধাওয়া দেয়।’
বিএনপি’র হামলায় আওয়ামী লীগের অন্তত ৫/৭জন নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি করেছেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এদিকে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে কলাবাগান এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, আওয়ামী লীগের মিছিলের পেছনের অংশ থেকে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।