সোমবার ● ৬ জুন ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ডঃ রেজা কিবরিয়া’কে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা
ডঃ রেজা কিবরিয়া’কে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা
উত্তম কুার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকী ও কটুক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ৪ জুন শনিবার বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের আহŸায়ক ড. রেজা কিবরীয়াকে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক ও আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ এবং ডাঃ নাজরা চৌধুরী প্রমূখ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে নবীগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তাগন বলেন, ৭১ এর পরাজিত শক্রুরা জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। বক্তারা বলেন ৭৫ এর খুনীচক্র বিএনপি জামাত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা ও কটুক্তির পাশাপাশি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে যা শিষ্টাচার ও রাষ্ট্রদ্রোহিতার শামীল। বক্তাগন ৭৫ এর খুনী বিএনপি জামাত রাজাকার আলবদর ও আলশামস প্রজন্মদের সর্বক্ষেত্রে প্রতিহত ও প্রতিরোধে আওয়ামীলীগ প্রতিজ্ঞাবদ্ব। বক্তাগন বিএনপির পেইড এজেন্ট ডঃ রেজা কিবরিয়া’কে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন।
নবীগঞ্জ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের চুনু মিয়া (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ জুন রবিবার বিকালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বসতঘর থেকে চুনু মিয়ার লাশ উদ্ধার করে। চুনু মিয়া ওই গ্রামর ইয়াজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে চুনু মিয়াকে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেদ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। চুনু মিয়া আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে আত্নহত্যার সঠিক কারণ জানা যায়নি।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বলেন- পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।