শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী - পাকশী রেলওয়েতে স্বাধীনতা দিবসে নানান আয়োজন
ঈশ্বরদী - পাকশী রেলওয়েতে স্বাধীনতা দিবসে নানান আয়োজন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টসহ বিভিন্ন প্রকার খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ শনিবার দিনব্যাপি পাকশী মাঠে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ রেলওয়ে পাকশী বিভাগীয় কর্মকর্তা বনাম কর্মচারী দলের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এতে কর্মচারী দল ৩ উইকেট ১৫ ওভারে মোট ১০৯ রান করে ৷ কর্মকর্তা দল ৫ উইকেট ৯ ওভার ২ বলে মোট ১১০ রান করে বিজয়ী হয় ৷ সেরা বলার ডিআরএম আফজাল হোসেন,সেরা ব্যাটস ম্যান সিআরএনবি আসাবুল হক এবং ইকবাল হায়দার ও নজরম্নল ইসলামকে যৌথভাবে রানার্স আপ ঘোষনা করা হয় ৷ এছাড়াও ফুটবল , শিশুদের অংক ও মহিলাদের বাজনার তালে বালিশ কোথায় খেলা অনুষ্ঠিত হয় ৷ পরে সকল প্রকার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন উপলৰে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ২৩ জেলার সমন্বয়ে গঠিত পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্না৷ বিভাগীয় প্রকৌশলী - ১ আবু জাফর, বিভাগীয় প্রকৌশলী - ২ আসাদুল হক ,ডিটিও শওকত হোসেন মৌসী,ডিসিও আহসান উল্লাহ ভুইয়া,ডিএমই লোকো একেএম কামরুজ্জামান ও অন্যদিকে বিকালে এসএম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা পরিষষদ একাদশ ফুটবল টুর্ণামেন্ট ৷ এ খেলায় মুক্তিযোদ্ধা একাদশ ৩-২ গোলে উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে ৷
পৌরসভা ,ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট উচ্চ বিদ্যালয় , পাকশী পেপার মিল উচ্চ বিদ্যালয় ,ডাল ও কৃষি গবেষণা বিদ্যালয়, বাঘইল উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয় ৷ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য দেন সাবেক এমপি সিরাজুল ইসলাম, ডিজি ড. মু. খলিলুর রহমান,মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না ৷