মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » বগুড়া » নেপালতলী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
নেপালতলী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ইং অর্থবছরে মোট ১ কোটি ৫০ লক্ষ ৬৯ হাজার ৯ শত ৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার ইউপি পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রিপন কুমার সাহা। নেপালতলী ইউপি সচিব আবু জাকারিয়া’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আনোয়ারুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক আব্দুল করিম, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, বীরমুক্তিযোদ্ধা আলতাব আলী, ইউপি সদস্য সাহিদা খাতুন, সেলিনা সুলতানা, সাবানা খাতুন, সঞ্জয় মজুমদার, মুন্নু মিয়া, বাদশা মিয়া, আরিফুল ইসলাম, শবকত হোসেন লিটন, আনিছার রহমান, মহিদুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, শফিকুল ইসলাম। গন্যমান্যদের মধ্যে আব্দুর হান্নান, খলিলুর রহমান, বজলুর রশিদ’সহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।