মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনীর নজরদারীতে গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি জোন
সেনাবাহিনীর নজরদারীতে গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি জোন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে ৪০শতক গাঁজা ক্ষেত প্রায় ২২০কেজি গাঁজা ধ্বংস করেছে সেনাবাহিনী।
সোমবার ৬ জুন সকাল ১০টার দিকে উপজেলার দাতকুপিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন বিহারপাড়া এলাকায় বিশেষ টহল চলাকালীন গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি সেনা জোন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. আবু ফয়সাল তুষার (পিএসসি) টহল দলের নেতৃত্ব দেন।
জানা যায়, গাঁজা চাষের সাথে যুক্ত ছিলেন, জমির মালিক দিলিপ কুমার চাকমা (৫০)। সে মহালছড়ির ৩নং কেয়াংঘাট ইউনিয়নের বিহারপাড়া এলাকার অনিল কুমার চাকমার ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।
পরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ এর উপস্থিতিতে স্থানীয় প্রশাসন এর মাধ্যমে গাঁজা ক্ষেত পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিরাপত্তা বাহিনীর তথ্য সূত্রে জানা যায়, গহীন অরণ্য ও দূর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এরকম জায়গায় মাদক সন্ত্রাসীরা নিরাপদ এলাকা হিসাবে বেছে নিয়েছে। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দল গুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র ক্রয় ও তাদের বেতন ভাতাসহ অন্যান্য প্রশাসনিক কাজে মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়ে থাকে। প্রত্যন্ত ও দুর্গম এই এলাকায় জনসাধারণের চলাচল নেই বললেই চলে। কিন্তু সেনাবাহিনী কর্তৃক নজরদারী ও শক্ত গোয়েন্দা কার্যক্রমের ফলে গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি জোন।
গাঁজা ক্ষেত ধ্বংসের সময় মহালছড়ি উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহকারী পরিদর্শক মোঃ জাকির হোসেন এবং মহালছড়ি থানার এস আই মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
জোন সূত্র জানায়, মহালছড়ি জোনের এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও মহালছড়ি জোনের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।