মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা
ওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের উজ্জ্বল দাশ (৩৭) নামের এক প্রবাসী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত ৫ জুন রবিবার ওমান আল সোহার নাম স্থানে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসী উজ্জ্বল দাশ ৮নং কদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মাদল দাশের পুত্র।
এ বিষয়ে তার স্ত্রী শিবু দাশ জানান, কি কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছিনা। সকাল ১০ টার দিকে আমার সাথে শেষ কথা হয় মুঠোফোনে। গত ১১ বছর ধরে ওমানে আছেন উজ্জ্বল ৫ মাস আগে ছুটি কাটিয়ে তিনি আবারও জীবিকার তাগিদে ওমান পাড়ি জমান। তার স্ত্রী জানান, উজ্জ্বল বেশকিছু রোগে ভোগছিলো। রোগের চিকিৎসা করতে সেই দেশে আসার জন্য বার বার চেষ্টা করেন। কিন্তু তিনি প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানে পরিচালক বিজন কর প্রবাসী উজ্জ্বলকে ছুটি দেননি। ধারণা করা হচ্ছে ছুটি না দেওয়ার কারণে তিনি আত্মহত্যা করেন। বিজন কর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে বলে জানা গেছে। প্রবাসী উজ্জ্বল দাশের পিতা মাদল দাশ জানান, আমার ছেলে আমাদের পরিবারের একমাত্র পথ ছিলো। আমাদের বয়স হয়েছে এবং তার পরিবারের দুটি সন্তান রয়েছে। এখন তাদের নিয়ে ভিক্ষা করা ছাড়া আর কিছু নেই। নিহত প্রবাসী উজ্জ্বল দাশের ঘরে দুই সন্তান রয়েছে বড় ছেলে তন্ময় দাশ ও ছোট মেয়ে রাশি দাশ। বড় ছেলে বাবা উজ্জ্বলের মৃত্যু বিষয়টি বুঝতে পারলেও কিন্তু ছোট অবুঝ মেয়ে রাশি দাশ অহনা বুঝে উঠতে পারছেনা তার বাবা আর দুনিয়াতে নেই।
জানা যায়, প্রবাসী উজ্জ্বল দীর্ঘ ১১ বছর ধরে ওমানে আছেন, পরিবারের সুখের আশায় কিছু করতে পারেনি। এখনো বাবার করা সেই বাঙা ঘরে সংসার করেছেন। প্রবাসে থেকে ৬টি বোনকে বিয়ে দিয়েছেন উজ্জ্বল। এখন একমাত্র সন্তানকে হারিয়ে নিঃস্ব পরিবারটি।