সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে পতিত জমি ব্যবহার বিষয়ক উদ্বদ্ধকরণ সভা
বিশ্বনাথে পতিত জমি ব্যবহার বিষয়ক উদ্বদ্ধকরণ সভা
বিশ্বনাথ প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের’ উদ্যোগে লামাকাজী ইউনিয়নের পতিত জমি সর্বোত্তম ব্যবহার বিষয়ক উদ্বদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷ লামাকাজী ইউনিয়ন পরিষদ চত্বরে রোববার বিকেলে সভাটি অনুষ্ঠিত হ য়৷ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক ৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান ৷
সভায় এলাকাবাসী বক্তব্যে ফুটে উঠেছে ইউনিয়নের শতভাগ পতিত জমিতে ফসল উত্পাদনের জন্য বেশ কয়েকটি এলাকায় দ্রুত বিদু্যত্ সংযোগের প্রয়োজন রয়েছে ৷ এর পাশাপাশি ‘নীলকন্ঠ ও আকতাখালী’ খালসহ এলাকার কয়েকটি খাল খনন করা অত্যান্ত জরুরী ৷ এব্যাপারে প্রধান অতিতির কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী জানান এলাকাবাসী ৷
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়র সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরে কৃষ্ণ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম, মত্স্য অফিসার নির্মল চন্দ্র বণিক, বিদ্যুত্ কর্মকর্তা জয়নাল আবেদীন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কো-অর্ডিনেটর সুমন বৈদ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, উপজেলা জাতীয় পার্টিও যুগ্ম আহবায়ক একেএম দুলাল ৷
বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আর্চায্য, ইউপি সদস্য রনজিত চন্দ্র ধর, এনামুল হক এনাম, কৃষক লিলু মিয়া চৌধুরী, চমক আলী, আমির আলী, হাবিবুর রহমান, শামসুজামান, চমরু মিয়া, দিলোয়ার হোসেন, মশব আলী, কাচা মিয়া, মুরব্বী ফরিদ আলী, আছমত আলী ৷ এসময় অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমবায় অফিসার মোঃ শাহজাহান, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়েরসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩৪ মিঃ