বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা
নবীগঞ্জে মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসীর জমিজমা ও টাকা পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বাজে কানাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল মালিকের পক্ষে গত ৬ জুন নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমিজ উল্লা তালুকদারের পুত্র তাজ উদ্দিন তালুকদার সৌদি প্রবাসীর খালাতো ভাই বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হল, নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মৃত আলহাজ্ব কবির চৌধুরীর পুত্র ছাবির আহমেদ চৌধুরী, শেরপুর রোড এলাকার মৃত আঃ ওয়াহাবের পুত্র আফতাব আল মাহমুদ ও সিলেট জিন্দাবাজার এলাকার আল মনসুর এয়ার সার্ভিসের মৃত হাজী ইরফান আলী খানের পুত্র মনসুর আলী খান মুকুল গং। মামলার বিবরণে জানা যায়, বাদির ভাই আব্দুল মালিক চৌধুরী দীর্ঘদিন ধরে স্বপরিবারে সৌদি বসবাস করছেন। আসামিদের নিকট তার বাড়ির সকল সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। তারা বাদির ভাইয়ের সাথে প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাত করেন। এমনকি একই উপায়ে তার সম্পত্তি আত্মসাত করেন। এ বিষয়ে বাদি প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৪ জুন শনিবার বিকালে আসামিরা বাদিকে প্রাণে হত্যার জন্য আক্রমণ করে। পরে সে কোনো রকমে প্রাণে রক্ষা পায়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও অভিযোগ করেন, মামলা মোকদ্দমার কারণে হত্যা করে খুন করে লাশ গুম করে ফেলতে পারে। এ বিষয়ে ছাবির আহমেদ চৌধুরী জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। মামলা হয়েছে কি না তিনি জানেন না। মামলা হলে নোটিশ আসবে। আইনীভাবে মোকাবেলা করবেন।.
সৎসঙ্গের প্রধান আচার্য্যদেবের ৫৫ তম জন্মদিবস পালন
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যাগে নবীগঞ্জ মধ্যবাজারে তাপস বনিকের বাসায় বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেবের ৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে ৮ জুন বুধবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিধু ভুষন গোপ,মৃম্ময় কান্তি দাশ বিজন,শিক্ষক সুব্রত দাশ,নরেশ দাশ,রতিশ দাশ,শংকর চন্দ্র গোপ,সজল দেব,প্রদীপ দাশ, দিপন দাশ, নয়ন সরকার,রীনা রানী পাল,তৃষ্ণা বণিক,জয়হরি দেব, হৃদয় শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বসৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব পুজনীয় অর্কদ্যুতি চক্রবর্ত্তী বাবাই দাদার সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশ্বসৎসঙ্গের কার্যক্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের লীলাক্ষেত্র ধাম দেওগড়ে গিয়ে কোটি কোটি মানুষ পাচ্ছেন সকল সমস্যার সমাধান। সবশেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।