বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দলিল লেখকদের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অভ্যন্তরীন প্রশিক্ষণ
আত্রাইয়ে দলিল লেখকদের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অভ্যন্তরীন প্রশিক্ষণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগনের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ ঘটিকায় আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আব্দুস ছালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী সাব রেজিস্ট্রার জনাব মাসুদ পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, আত্রাই সাব রেজিস্ট্রি অফিস সহকারী শহিদুল ইসলাম সহ সকল দলিল লেখক বৃন্দ ও নকলনবিশ গন।
অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নওগাঁ জেলা দলিল সমিতির উপদেষ্টা আলহাজ্ব কায়েম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন সন্দেশ, আবুহেনা মোস্তফা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
লাইসেন্স না থাকায় ট্রাক চালককে জরিমানা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে একটি মিনিট্রাক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৮ জুন বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার ভূমি ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ বিষয়ে বিচারক বলেন, হৈহুল্লোর করতে করতে জয়পুরহাট থেকে ছোট একটি মিনিট্রাকে অল্প বয়সী প্রায় ৪০ যাত্রী লালন শাহ মাজারে যাচ্ছিলেন। তাদের চলার গতি ও হৈহুল্লোরে সাধারণ মানুষ আতংকিত হয়ে আমাকে জানালে সেখানে অভিযান চালাই। এসময় গাড়ীর চালকের নিকট লাইসেন্স ও অন্যান্য কাগজ চাইলে দেখাতে না পারায় তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।