বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » গুনীজন » রাণী দ্বিতীয় এলিজাবেথের ৭০তম প্ল্যাটিনাম জুবিলী উদযাপন করলো রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট
রাণী দ্বিতীয় এলিজাবেথের ৭০তম প্ল্যাটিনাম জুবিলী উদযাপন করলো রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট
লন্ডন :: ব্রিটিশ জনগণের সেবায় রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০তম প্ল্যাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) আজ শনিবার বিকেলে রেডব্রিজ টাউন হলের সামনে ইলফোর্ড হাই রোডে এক গণজমায়েতের আয়োজন করে।
উল্লেখযোগ্য যে, রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের সিংহাসনে আরোহন করেন। এখন পর্যন্ত তিনিই প্রথম ব্রিটিশ সিংহসনের একমাত্র প্রতিনিধি যিনি বিগত ৭০ বছর ধরে ব্রিটিশ জনগণের সেবা করে আসছেন। এই সপ্তাহান্তে বৃহস্পতিবার থেকে রবিবার ব্রিটিশ জনগণ ও কমনওয়েলথ দেশগুলি রাণী দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালের ৭০তম প্ল্যাটিনাম জুবিলী উদযাপন করছে।
গণজমায়েতে আরসিটি নেতারা মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথকে ব্রিটিশ জনগণের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তাঁর সুদীর্ঘকালের সেবাকে অভিনন্দিত করেন এবং রাণীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ রাণীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
গণজমায়েতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রতিনিধিত্ব করেন সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক শাহীন চৌধুরী, প্রচার সম্পাদক মিছবাহ জামাল, মিসেস মিছবাহ নাহিদ প্রমুখ।
এই গণজমায়েতের আয়োজন করায় অসংখ্য মানুষ রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেছে।
প্রসঙ্গত উল্রেখযোগ্য যে, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে: রেডব্রিজের বাসিন্দাদের আবাসন, শিক্ষা, সামাজিক কল্যাণ, যুবক, প্রতিবন্ধী ও দুর্বল শ্রেণীর মানুষের সেবা করা। ইতিমধ্যে অসংখ্য মানুষ রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) কর্মকান্ডের প্রতি তাদের নিরংকুশ সমর্থন ব্যক্ত করেছেন এবং অনেকেই সংগঠনটির সদস্যপদ গ্রহণ করেছেন।