রবিবার ● ১২ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » অর্থ পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকরী ব্যবস্থা নিয়ে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুন
অর্থ পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকরী ব্যবস্থা নিয়ে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুন
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার সকালের অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, পাচার করা অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করে এই অর্থ - সম্পদের উপর মানুষের হক পূরণ করুন। অর্থ পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকরী ব্যবস্থা নিয়ে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুন। প্রস্তাবে বলা হয়,বাজেটে পাচার করা অর্থ বৈধ করার সুযোগ কেবল অন্যায় ও অনৈতিক নয়, তা একদিকে দূর্নীতি, দুর্বৃত্তায়ন লুটপাট ও অর্থ পাচারকে যেমন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করবে, আর অন্যদিকে আর্থিক খাতে আরও বিশৃঙ্খলা ডেকে আনবে, ভালো করদাতাদেরকে হতাশায় ঠেলে দেবে।প্রস্তাবে পাচার করা অর্থ উদ্ধারে আইনী জটিলতা নিরসনে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেবার আহবান জানানো হয়।
পার্টির প্রস্তাবে উল্লেখ করা হয় বাজেট প্রস্তাব দেশের সাধারণ মানুষকে আরও হতাশা ও উৎকন্ঠার মধ্য ঠেলে দিয়েছে, বিত্তবান ও ব্যবসায়ীদের জন্য বাড়তি প্রনোদনা যুগিয়েছে। বাজেট ঘোষণার পর রাতারাতি ভোজ্যতেলসহ অতি আবশ্যক কয়েকটি খাদ্যপণ্যের দাম আর এক দফা বাড়ানো হয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতিতে নাভিশ্বাস উঠা কোটি কোটি মানুষের জন্য স্বস্তির কোন খবর নেই। বাজেটে শ্রমজীবী মেহনতী মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও কোন প্রস্তাব নেই।
কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে ধনীক ও ব্যবসায়ীদের স্বার্থে দেয়া বাজেট প্রত্যাখ্যান করে জনগণের প্রত্যাশার বাজেট প্রনয়নের আহবান জানানো হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, সিকদার হারুন রশীদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, খলিলুর রহমান, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, কেন্দ্রীয় সংগঠক শেখ মোঃ শিমুল , ইমরান হোসেন প্রমুখ।
সভার বিকালের অধিবেশনে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনা শুরু হয়েছে।
সভার শুরুতে পার্টির কেন্দ্রীয় নেত্রী রাশিদা বেগমের মা সাফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।