রবিবার ● ১২ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » অগ্নিকান্ডে মোরেলগঞ্জে কৃষকের বসতঘর পুড়ে ছাই
অগ্নিকান্ডে মোরেলগঞ্জে কৃষকের বসতঘর পুড়ে ছাই
এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে অগ্নিকান্ডে কৃষক মো. বনি আমিন খলিফার বসতঘরসহ মালামাল পুড়ে সম্পূর্ন ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।
ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী শাহানাজ বেগম জানান, স্কুলে মেয়েকে আনতে গিয়ে বাড়িতে ফিরে এসে দেখি আগুন জ্বলছে। প্রতিবেশীরা আগুন নিভানোর চেষ্টা করেও রক্ষা হয়নি, সম্পূর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তার ঘরে থাকা ৩০ মন চাল, নগদ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানান। তবে প্রাথমিক ভাবে ধারনা করছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের খোজখবর নিয়ে তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন তিনি।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হোগলাবুনিয়া চ্যাম্পিয়ন
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্য়ায় ফাইনাল খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
মোড়েলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক) ফাইনাল খেলায় হোগলাবুনিয়া ইউনিয়ন ৩-২ গোলে বিজয়ী হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামান প্রমূখ।