সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ
মিরসরাইয়ে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে জোন পর্যায়ে সুপার ভাইজার ও গণনাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি-২০২২ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) থেকে রবিবার (১২ জুন) পর্যন্ত ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নস্থ ধুমঘাট হাজী চাঁন মিঞা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মিরসরাই জোন-২ (হিঙ্গুলী, বারইয়ারহাট পৌরসভা)’র আয়োজনে সম্পন্ন হয়।
জোন-২ এর আয়োজনে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৬৪ জন গণনাকারী ও ৯ জন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে সৌরভ কুমার মিঠুন ডিসিসি, শাকিলা জান্নাত ইউসিসি, সুমন চন্দ্র পাল জোনাল অফিসার, জাহেদুল আজিজ নাহিদ আইটি অফিসার ও আফতাব উদ্দিন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শন এবং প্রশিক্ষণ সময়কালীন বিভিন্ন বিষয় নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন গণনাকারী আকতার হোসেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনার জন্য সকল উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
প্রসঙ্গত, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আগামী ১৫ হতে ২১ জুন ২০২২ সারাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। শুমারি কর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে বিষয়টি সকলকে মুঠোফোনে মেসেজের মাধ্যমে এবং বিজ্ঞাপনের দিয়ে অবগত করা হয়েছে।