সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু
চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিী ছাত্র নোমান(৭) চেঙ্গী নদীতে ডুবে মৃত্যু বরণ করেছে।
শনিবার (১১ জুন) দুপুর ১টায় বিদ্যালয় ছুটির পর সে বাডিতে ফিরে আসে নি। সন্ধ্যা পর্যন্ত বাচ্চাটির খোঁজ পাওয়া না গেলে পরিবারসহ এলাকাবাসী চতুর্দিকে খোঁজ খবর শুরু করে।
জানা যায়, পরবর্তীতে পার্শ্ববর্তী চেঙ্গী নদীতে বাচ্চাটিকে খোঁজার জন্য ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত ৯টার দিকে আসে। ডুবুরি না থাকায় ও রাত বেশি হওয়ায় তারা পরদিন খোঁজ নেবে বলে চলে যায়।
পরে রাত ১০টার দিকে
স্থানীয় যুবক ও এলাকাবাসী চেঙ্গী নদীতে নেমে পানিতে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
তার বাবা নূর আলম ও মা নূর বানু সন্তানের এই অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়ে।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খাগড়াছড়িতে ল্যাবএইড’র মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে গ্রাম ডাক্তারদের সাথে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) সকাল ১১টায় দি কিং অব খাগড়াছড়ি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে কিশোর কান্তি দাস, মার্কেটিং ম্যানেজারের সঞ্চালনায়, খাগড়াছড়ি গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি অনিল কান্তি দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হার্ট বিশেষজ্ঞ ডাঃ শামিম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মঈনুল হাসান, মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধী বিশেষজ্ঞ, ল্যাবএইড হাসপাতাল, চট্টগ্রাম। মোঃ আলমগির, হেড অব অপারেশন। রূপন বাবু সভাপতি কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট,খাগড়াছড়ি।
এসময়, জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৬৫জন ডেলিগেটের মধ্যে শতভাগ গ্রাম ডাক্তারগণ মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে উপস্থিত ছিলেন।