সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ঝিনাইদহের স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহেদী
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ঝিনাইদহের স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহেদী
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ পৌরসভা নির্বাচন প্রভাবমুক্ত, সুষ্ঠ ও নিরপেক্ষ করার দাবী জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। রোববার তিনি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি এই আহবান জানান। দুপুরে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্ট মিলনাতায়নে আয়োজিত মত বিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল, ইসরাইল হোসেন শান্তি জোয়ারদার, বন্দে আলী বোরাক, মোহাম্মদ আলী খান, তবিবুর রহমান লাবু, শাহ তনু রেজা আসাদ ও ইউনুস আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নািরকেল গাছ প্রতিকের প্রার্থীর পক্ষে প্রধান নিবার্চনী এজেন্ট লতিফ শাহরিয়ার জাহেদী লিখিত বক্তব্যে বলেন, গত পহেলা জুন শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় নির্বাচনী প্রচারনাকালে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা হত্যার উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ তার একাধিক সমর্থক আহত হন। প্রার্থীসহ অন্যান্যরা চিকিৎসা শেষে গত ১১ জুন নির্বাচনী এলাকায় ফিরে এসেছেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন প্রচারনায় বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। পাড়ায় পাড়ায় নারিকেল গাছ প্রতিকের সমর্থকদের হুমকী ধমকি দেওয়া হচ্ছে। পোষ্টার ছিড়ে ফেলছে। বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। লিখিত বক্তব্যে বলা হয়, গ্রহনযোগ্য সন্ত্রাস ও পেশীশক্তি মুক্ত নিরপেক্ষ এখন সময়ের দাবী। স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল অসুস্থ অবস্থায় তার বক্তৃতায় বলেন, আমি আমার নির্বাচনী ইশতেহার পৌরবাসির কাছে পৌছে দিয়েছি। নির্বাচন কমিশনের প্রতি আমার পুর্ণ আস্থা থাকলেও ভোটের মাঠে পেশী শক্তির দাপট যাতে না থাকে সেই ব্যবস্থা করা হবে বলে তিনি আশা করেন। তিনি আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য ঝিনাইদহ পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
আইনি জটিলতায় ভোটের ৩ দিন আগে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত
ঝিনাইদহ :: ভোট গ্রহণের তিন দিন আগে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী বুধবার (১৫ জুন) এ নির্বাচন হওয়ার কথা ছিল। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিনো হয়েছে। এতে বলা হয়েছে, হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন তারিখে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছিল ইসি। সেই আদেশের বিরুদ্ধে আপীল করেন নৌকার প্রার্থী। এদিকে নির্বাচন স্থগিত হওয়ার খবর ঝিনাইদহে পৌছলে মুহুর্তের মধ্যে পিন পতনের নীরবতা নেমে আসে। প্রার্থীরা প্রচার প্রচারণা বন্ধ করে দেন। সাধারণ মানুষ এ খবরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অনেক কাউন্সিলর প্রার্থী পথে বসতে পারে বলে অনেকে মনে করছেন।
হরিণাকুন্ডুতে লাশ দেখতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ
ঝিনাইদহ :: প্রতিবেশির সাপে কেটে মৃত্যুবরণকারী শিশুকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গোলাম মোস্তফা নামে এক বৃদ্ধ। রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাচারীতোলা গ্রামে এই ঘটনা ঘটে। গোলাম মোস্তফা ওই গ্রামের ইজ্জত আলীর ছেলে। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে, রোববার কাচারীতোলা গ্রামের ইউনুস আলীর পঞ্চম শ্রেনীতে পড়–য়া শিশু কন্যা লিলি খাতুন (১১) বিষধর সাপে কেটে মৃত্যুবরণ করে। প্রতিবেশির শিশু কন্যার লাশ দেখতে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন। হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিলি খাতুন রাতে সাপের কামড়ে আহত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার মৃত্যুঘটে। স্কুল ছাত্রী লিলির লাশ দেখতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান গোলাম মোস্তফা। এদিকে একই দিনে দুইজনের আকস্মিক মৃত্যুতে গ্রামবাসি শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ :: ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারন শিক্ষার্থীরা। এতে ব্যানার, ফেস্টুন ও দাবি সম্বলিত পোস্টার নিয়ে বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এসময় কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ,জিএস সজিবুল হাসানসহ সাধারন শিক্ষাতথীরা বক্তব্য দেন। বক্তারা, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি’র বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি প্রদান করছে কর্তৃপক্ষ। তাই বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি বাতিল করে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবি জানান। দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।
হরিণাকুন্ডুতে হামলার একমাস পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সন্ত্রাসী হামলার শিকার আক্তার হোসেন (২৫) নামে এক যুবক একমাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী আরজিনা খাতুন জানান, গত ৮ মে পার্শবর্তী জোড়াদাহ গ্রামের উসমান শাহ’র দুই ছেলে চাঁন মিয়া ও সুরুজ শাহ তার স্বামীকে হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে আক্তার এই হামলার শিকার হন। আহত আক্তারকে প্রথমে হরিণাকুন্ডু হাসপাতাল ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি আঘাতজনিত হত্যাকান্ড বলে পরিবার দাবী করেছেন। বিষয়টি নিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত ১১মে থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইতোমধ্যে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে যদি আঘাতে মৃত্যুর সত্যতা পাওয়া যায় তাহলে এটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।