রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইউপিডিএফ সমর্থিত পিসিপি‘র কাউন্সিল সমাপ্ত
মাটিরাঙ্গায় ইউপিডিএফ সমর্থিত পিসিপি‘র কাউন্সিল সমাপ্ত
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.১০মিঃ) দোদুল্যমান, নীতিহীন, অর্পিত দায়িত্ব পালনের অক্ষম ও সকল প্রকার সীমাবদ্ধতা কাটিয়ে নিজেকে পিসিপি’র যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলুন এবং জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে ছাত্র সমাজকে সংগঠিত করুন এই শ্লোগানকে সামনে রেখে ২৬ মার্চ শনিবার মাটিরাঙ্গা উপজেলা সদর এলাকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি) মাটিরাঙ্গা ৮ম ও গুইমারা ৭ম উপজেলা শাখার যৌথ কাউন্সিল সম্পন্ন হয়েছে ৷ তাদের দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,সকাল ১০ টায় পিসিপি দলীয় সঙ্গীত পরিবেশন,দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন হয়৷ জাতীয় পতাকা উত্তোলন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সমন্বয় রিকো চাকমা ও দলীয় পতাকা উত্তোলন করেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা ৷ কাউন্সিল অধিবেশনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরার সভাপতিত্বে পিসিপি গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক উষাঅং মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’এর খাগড়াছড়ি ম ইউনিটের সংগঠক রিকো চাকমা , পিসিপি কেন্দ্রীয় কমিটি সদস্য তপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা, পিসিপি’র গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা প্রমূখ৷ কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপংকর ত্রিপুরা ও শোক প্রস্তাব পাঠ করেন গুইমারা উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উক্রাচিং মারমা৷ এ সময় গত ২০১৫ সালে জানুয়ারি - ডিসেম্বর পর্যনত্ম সেনাবাহিনী ও পুলিশের মিলিত ষড়যন্ত্রের মিথ্যা মামলায় পিসিপি’র মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা অন্তরর্ভুক্ত বিভিন্ন শাখা কমিটি’র নেতা কর্মীরা কারা বরণের পর জামিনে আসা ১১ নেতা-কর্মীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান পিসিপি’র মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় শাখা নেতৃবৃন্দরা৷ কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, জাতির ক্রান্তিকালে জাতীয় অসত্মিত্ব রক্ষার্থে বর্তমান প্রজন্মের ছাত্র সমাজ দেশ,জাতি ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করা উচিত্ উল্লেখ করে বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা সংগঠিত হয়ে প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান৷ কিন্তু আমরা বর্তমান যুগে দেখতে পাই ছাত্ররা শুধু প্রতিষ্ঠানে সীমাবদ্ধতা থেকে নিজেদের সার্টিফিকেট অর্জনের জন্য অধ্যয়ন করে থাকে সমাজ,জাতি ও দেশ কী হচ্ছে সে বিষয়ে কোন লক্ষ্যেই রাখেনা৷ শুধু তাই নয় বর্তমানে অধিকাংশ ছাত্ররা মাদক দ্রব্য আশক্ত থেকে বিপথে পা বাড়াচ্ছে এবং ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করে সময়ের অপব্যবহার করতেছে তা থেকে সবাইকে সতর্ক থেকে সচেতন হতে ছাত্র সমাজের প্রতি আহব্বান জানান৷ বক্তারা আরো অভিযোগ করে বলেন, সরকার পার্বত্য চট্টগামের জুম্ম জনগণের অসত্মিত্ব ধ্বংস করার জন্য গত ২০১৫ সালে জানুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক অগণতান্ত্রিক গণবিরোধী ’ ১১ নির্দেশনা ‘ জারি করে পার্বত্য চট্টগ্রামের সেনা শসনকে বৈধ্যতা দিয়েছে যার কারণে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় নামে -বেনামে অবৈধ্য অস্ত্র উদ্ধারে নামে পাহাড়িদের গ্রামে গ্রামে ঘর বাড়ি তল্লাশি , সাধারণ ছাত্র-যুব-নারী সহ সর্বত্র জনগণের উপর শারিরীক মানসিক নির্যাতন, ধর-পাকড়, মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ ও পাহাড়ি জনগোষ্ঠির উপর বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে অন্যায় অত্যাচারের মাত্রা বেড়ে চলেছে বলে অভিযোগ করেন৷ কাউন্সিলের বক্তারা, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা বিভিন্ন প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সংকট,অদক্ষতা শিক্ষক, শিক্ষার্থীদের বেঞ্চের সংকট সহ বিভিন্ন ধরনে সমস্যার কথা তুলে ধরেন এবং তা থেকে উত্তোরণের জন্য ছাত্র সমাজকে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আহব্বান জানানো হয়৷ সরকারের দমন-পীড়ন, সকল ধরনে ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে, শত প্রতিকূলতা পরিস্থিতিতেও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ছাত্র সমাজকে সংগঠিত করে নিজেদের সকল সীমাবদ্ধতা পরিহার করে সংগঠনকে দৃঢ় ভাবে এগিয়ে নিতে ও গতিশীল করতে নতুন নেতৃত্বদের প্রতি আহ্বান জানান৷ পরে কাউন্সিল অধিবেশনের উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে দীপংকর ত্রিপুরাকে সভাপতি, মানিক ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রাজু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ কার্যকারী সদস্য সহ সাধারণ সদস্য ২৫ সদস্য বিশিষ্ট্য করে মাটিরাঙ্গা উপজেলা এবং উষাঅং মারমাকে সভাপতি, সনত্মোষ চাকমাকে সাধারণ সম্পাদক ও উক্রাচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ কার্যকারী সদস্য সহ সাধারণ সদস্য ২১ সদস্য বিশিষ্ট্য করে গুইমারা উপজেলা শাখা যৌথ কাউন্সিল গঠিত হয়৷ মাটিরাঙ্গা ও গুইমারা যৌথ কাউন্সিলে নতুন কমিটি কমিটি শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চাকমা৷