শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় নৌকার জয়
গুইমারায় নৌকার জয়
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমাকে (বর্তমান চেয়ারম্যান) ৩ হাজারের অধিক ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা।
বুধবার ১৫ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
শান্তিপূর্ণ ভাবে টানা ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন, গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮হাজার ৫৯০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) পেয়েছেন ৫হাজার ৯১২ভোট।
অন্যদিকে মো. আইয়ুব আলী(মোটরসাইকেল) ৩হাজার ২২৯ভোট পেয়েছেন। জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রুইসাঅং মারমা।
ভাইস চেয়ারম্যান পদে কংজরী মারমা(মাইক) ৭হাজার ৮৪৫হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি) পেয়েছেন ৫হাজার ১২৩ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী ফখরুল ইসলাম লিটন(তালা) ও মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ১০হাজার ৮১৬ভোট পেয়ে পূণঃ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম(কলস) পেয়েছেন ৬হাজার ৬৮০ভোট।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেমং মারমা বলেন, গুইমারা উপজেলার সকল কার্যক্রম গতিশীল করা, গুইমারা বাসির সপ্ন পূরনের দায়িত্ব আরও বেড়ে গেলো। গুইমারা বাসির প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো ।
গুইমারায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
বুধবার (১৫ জুন’২২) নির্বাচন কমিশনের সিদ্বান্ত অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ৭টার দিকে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ফলে সকাল ৮টা থেকে বিকেল ৪টার স্থলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জানান।
এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যানপদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মেমং মারমা(নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা(আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. আইয়ুব আলী(মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী রুইসাঅং মারমা(দোয়াত কলম) প্রতীকে।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কংজরী মারমা(মাইক), ফখরুল ইসলাম লিটন(তালা), মানিন্দ্র ত্রিপুরা(টিউবওয়েল) ও মো. ইখতেয়ার উদ্দিন চৌধুরী(টিয়া পাখি) প্রতীকে।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মিজ ঝর্না এিপুরা,(ফুটবল), ফাতেমা বেগম(কলস) প্রতীকে।
উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। তবে তুলনামূলক ভাবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি ভোট কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মো: আব্দুল আজিজ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর ভূমিকা পালন করেছে।
এ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে ৯২টি বুথে ৩৩হাজার ১৫৭জন। পুরুষ ভোটার ১৭হাজার ৬২জন ও নারী ভোটার ১৬হাজার ৯৫জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবে।