রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মেলার নামে চলছে উলঙ্গ নৃত্য ও দেহ ব্যবসায়ী জমজমাট
ঝিনাইদহে মেলার নামে চলছে উলঙ্গ নৃত্য ও দেহ ব্যবসায়ী জমজমাট
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় কুলবাড়িয়া বাজারে মেলার নামে চলছে উলঙ্গ নৃত্য ৷ এক সঙ্গে ১০/১২ জন যুবতীর উলঙ্গ নৃত্যে যুবসমাজ বেসামাল হয়ে পড়ছে ৷ মেলার ঐতিহ্য ভেঙ্গে অশ্লিলতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ায় মানুষের মাঝে ছিঃ ছিঃ রব উঠেছে ৷ যুবতী মেয়েদের মঞ্চে উঠে নগ্ন অঙ্গী ভঙ্গি পর্নো ছবিকেও হার মানিয়েছে ৷ ফলে বেসামাল যুবসমাজ যাত্রার নামে ভ্যারাইটি শো দেখতে ছুটে আসছে হরিণাকুন্ডুর কুলবাড়িয়া বাজারে৷ নগ্নতার পাশাপাশি চলছে জুয়ার আসর, চরকি, ওয়ানটেন ও ফোরগুটির মত নিষিদ্ধ কারবার৷ বাইরে থেকে আসা জুয়াড়িদের ফূর্তি মেটানোর জন্য দেহ ব্যবসায়ীদের আনা হয়েছে ৷ আয়োজকদের এই ঘৃনিত কর্মকান্ডে সুশিল সমাজ ৰুদ্ধ হয়ে উঠেছে ৷ নামাজের সময়েও কোন বিরত নেই, উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে ৷ মাইকের কানফাটা আওয়াজে আবাসিক এলকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ৷ আগামী ৩ এপ্রিল থেকে সারা দেশ ব্যাপী শুরু হবে এইচএসসি পরিক্ষা । এলাকাবাসি সূত্রে জানা যায়, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া বাজারে প্রতি বছর বৈশাখ বরনের নামে মেলার আয়োজন করা হয়ে থাকে৷ গত বছর মেলায় নগ্ন ও অশিস্নলতা ছড়িয়ে পড়লে তত্কালীন জেলা প্রশাসক সফিকুল ইসলাম মেলা বনন্ধ করে দেন ৷ এবার ফলসি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফজুলুর রহমানের উদ্যোগে এক মাস আগে থেকেই শুরু করে দেয়া হয়েছে যুবতীদের দিয়ে নগ্ননৃত্য ৷ সরকারি অনুমোদন নেওয়ার পরও কিভাবে এমন অসামাজিক কর্মকান্ড চলতে পারে তা নিয়ে মহলে প্রশ্ন উঠেছে ৷ খোঁজ নিয়ে জানা গেছে ঝিনাইদহ জেলার উত্তর পশ্চিম অংশে হরিণাকুন্ডু, ইবি, আলমডাঙ্গা, কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গা সদর থানার অন্তত ২০/২৫ গ্রামের মানুষ এই মেলায় অংশ নিয়ে থাকে৷ গত ১৭ মার্চ কুলবাড়িয়া বাজারে মেলার উদ্বোধন করা হয় ৷ এলাকার প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায় বাজার কমিটির তত্বাবধানে মেলাটি পরিচালিত হচ্ছে ৷ মেলার নামে অশ্লিলতার বিষবাস্প ছড়িয়ে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ৷ মেলা সংশ্লিষ্ট সুত্র জানায় এবার মেলায় চড়া হারে খাজনা আদায় করা হচ্ছে ৷ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি হাত জায়গা দুই হাজার টাকা এবং বৈদ্যুতিক সুবিধার জন্য প্রতিটি বাল্ব জ্বালানোর জন্য দৈনিক ৩০ টাকা হারে গায়ে জোরে আদায় করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে ৷ এলাকাবাসির অভিযোগ উপজেলা প্রশাসন ও পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়ায় মেলার নামে এমন বেহায়া কর্মকান্ড পরিচালিত হচ্ছে ৷ ফলে নিকটবর্তী ভবানীপুর পুলিশ ফাড়ির সদস্যরা এসব অনৈতিক কর্মকান্ড দেখেও না দেখার ভান করছে পুলিশ প্রশাসন মুখে কুলুব দিয়ে আছে ৷ ডিগ্রি ও এইচ,এস.সি পরীক্ষা সামনে করে মেলার নামে এ ধরণের অনৈতিক কাজে অভিভাবকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে ৷ এ ব্যাপারে আয়োজক ফলসী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফজলুর রহমানের কাছে মেলার নামে এ সকল অসামাজিক কার্যকলাপের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি ৷ এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন জানান, জেলা প্রশাসন থেকে কুলবাড়িয়া বাজারে মেলার অনুমতি দিয়েছে ৷ কোন ধরণের অশ্লিলতা হলে আমি ভেরিফাই করে মেলা বন্ধের ব্যবস্থা করবো বলে তিনি জানান ৷ বিষয়টি নিয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দীনের সাথে কথা বললে তিনি সিএইচ মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর সাংবাদিক জাহিদুর রহমান তারিককে জানান, আমি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বলেছি মেলার নামে কোন ধরণের অশ্লিলতা হলে সঙ্গে সঙ্গে মামলা করতে৷ তিনি আরো বলেন ,আয়োজকদেরও আমি নগ্ন ও অশ্লিলতা পরিহারের জন্য বলেছেন বলে জানান ৷ (ছবি সংগ্রহীত)