বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছে মিয়া সওদাগর
বিএনপি থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছে মিয়া সওদাগর
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন মিয়া সওদাগর।
বৃহস্পতিবার ১৬ জুন বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের কাছে পদত্যাগ পত্র জমা দেন আবুল হোসাইন মিয়া সওদাগর।
প্রসঙ্গত, কেন্দ্রীয় নির্দেশনায় মিরসরাই উপজেলা বিএনপি দ্রুত ঘর গোছানোর প্রস্তুতি শেষ করে উপজেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি নিতে মিরসরাই উপজেলা বিএনপি আহবায়ক কমিটি গঠনের ৫ মাসের মধ্যে উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে হাইতকান্দি , মিঠানালা ও ওসমানপুর ইউনিয়ন ছাড়া বাকি ১৩টি ইউনিয়নের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে।
তারই আলোকে গত মঙ্গলবার রাতে একসাথে ১১টি ইউনিয়নে বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়েছে । ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি আগেই গঠিত হয়েছে। বাকি ৩টি ইউনিয়নের কমিটিও শীঘ্রই ঘোষণা করা হবে বলে উপজেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
এবিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসাইন মিয়া সওদাগর বলেন, আমি ১৯৯০ সাল থেকে দীর্ঘ ৩২ বছর ধরে যুবদলের রাজনীতি ও পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলাম এবং এই রাজনীতির কারণে বর্তমানে ১৯ টি মামলার ভার বহন করে আসছি এবং সর্বশেষ আহবায়ক কমিটিতে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের পদে ৬ষ্ঠ অবস্থানে রেখে আমাকে ছোট করা হয়েছে যেটা অপ্রত্যাশিত। তাই আমি স্বেচ্ছায় এই কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল হোসাইন মিয়া সওদাগরের পদত্যাগ পত্র পেয়েছি, তবে উক্ত কমিটি ঘোষণা দেওয়ার পর নেতৃবৃন্দের সাথে আর কোন বৈঠক হয়নি। আহবায়ক ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎে আলাপ করে এবিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।