শুক্রবার ● ২৪ জুন ২০২২
প্রথম পাতা » খেলা » কাউখালীতে সাত দিনের আবাসিক সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে
কাউখালীতে সাত দিনের আবাসিক সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর আয়োজিত তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির ২০২১-২২ আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ে ৭ দিনব্যাপী আবাসিক সাঁতার প্রশিক্ষণ কোর্স কাউখালী উপজেলা সংলগ্ন পুকুরে ১৬ জুন উদ্বোধনী মধ্য দিয়ে শুরু হয়ে ২২ জুন-২০২২ তারিখে শেষ হয়। কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা সাঁতার প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। গতকাল ২৩ জুন প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র বিতরণ মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়। সমাপনী অনুষ্ঠানে কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র বিতরণ করেছেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা।
এসময় ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা উপস্থিত ছিলেন।
সাঁতারসহ বিভিন্ন খেলাধূলার মানোন্নয়ন ও মাদকের কূফল ব্যাখ্যা করে যাবতীয় মাদক সেবন থেকে বিরত থাকার জন্য এবং সুস্থ শরীর ও সুস্থ মন নিয়ে গড়ে উঠার প্রয়াসে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণ কোর্সে ৩০ জন বালক- বালিকা অংশ গ্রহণ করে সফলতা পেয়েছেন। প্রশিক্ষণ কোর্স প্রদান করেন কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সুমন রায় চৌধুরী এবং প্রযুক্তিগত কারিগরি সহযোগিতা প্রদান করেন উক্ত বিদ্যালয়ের অফিস সহকারী সুপেন চাকমা।