শুক্রবার ● ২৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৪ হাজার ৭ শত ইয়াবা সহ গ্রেফতার-৩
মিরসরাইয়ে ৪ হাজার ৭ শত ইয়াবা সহ গ্রেফতার-৩
আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট থেকে ৪ হাজার ৭০০শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭হাজার ১শত ৫ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ’র নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার জহিরুল হক কোম্পানি বাড়ির জহিরুল হকের পুত্র এমদাদুল হক হৃদয় (২২), একই এলাকার কোরবান আলী ভূইয়া বাড়ীর মৃত কোরবান আলীর পুত্র মোঃ নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মোঃ হানিফ(২৬)।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল’র নেতৃত্বে এএসআই এনামুল হক’কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় অভিযান চালিয়ে আবছার কোম্পানির ব্রিজ ফিল্ডের সামনে থেকে মাদক সম্রাট হৃদয় ও তার ২ সহযোগীকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা দিকে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
মিরসরাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার গ্রেফতার
মিরসরাই :: মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন-ড্রাম ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জিআরপি পুলিশ।
বুধবার (২২ জুন) রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী রেল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গেটম্যান আনোয়ার হোসেন (৪০) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ছলফারচর গ্রামের শহিদুল হকের পুত্র।
এর আগে বুধবার রাত ১ টা ১০ মিনিটে বালু ভর্তি ড্রাম ট্রাককে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর তূর্ণা নিশিতা ধাক্কা দিলে ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৮২৬) দুমড়ে মুচড়ে যায়। এতে ড্রাম ট্রাকের হেলপার মুরসালিন নিহত ও চালক শাহ আলম আহত হয়েছে। গেইট না পেলে ঘটনার সময় গেটম্যান ঘুমের মধ্যে ছিলেন বলে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে গাফিলতির কারনে গেটম্যান আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোরশেদ আলম জানান, বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে জিআরপি থানায় ৩০৪(ক) ধারায় মামলা (নং-২) দায়ের করে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ভোররাত ৫ টা ৫ মিনিটে বারইয়ারহাট রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেসের সঙ্গে ঢাকা থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী এস.আলম পরিবহনের বাস (চট্টমেট্রো-ব-১১-০৭৩০)’র সংঘর্ষে ২ জন নিহত ও ২২ জন আহত হলে গঠিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি গেটম্যানের দায়িত্বে অবহেলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।