শুক্রবার ● ২৪ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: নানা আয়োজনে ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঝিনাইদহে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালের কালীগঞ্জ শহরের ব্র্যাক অফিসের সামনে গ্যাস ভর্তি একটি ট্রাক বাইসাইকেল আরোহীকে চাপা দিলে এ নিহতের ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া ছালাভরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, আমার ভাই কালীগঞ্জ শহরের কাঁচামালের আড়তে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করে আসছিলেন। আজও সকালে বাইসাইকেলযোগে আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে গ্যাসের একটি গাড়ি তাকে চাপা দেয়। তাকে মুমুর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
মহেশপুরে ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে এক নায়েবের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ঘুষ না দিলে কোন কাজই করেন না। ভুক্তভোগি আছিয়া নামের এক মহিলা উপজেলা সহকারী ভূমি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি দিয়েছেন জেলার মহেশপুর উপজেলা নাটিমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ইসমাইল হোসেনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, উপজেলার নস্তী গ্রামের মৃত ইউছুপ আলীর স্ত্রী আছিয়া নাটিমা ভূমি অফিসে দুই শতক জমির নামপত্তন করতে দেই। তার আগে দুই শতক জমি কাগজপত্র অনলাইন সম্পূর্ণ করি। এরপর ভূমি অফিসে গেলে ভূমি অফিসের নায়েব ইসমাইল হোসেন বলেন এই নামপত্তন করতে হলে দশ হাজার টাকা লাগবে। পাঁচ হাজার টাকা দিতে চাইলেও সে খারাপ ব্যবহার করে এবং অফিস থেকে বের করে দেই। একই এলাকার বাশার নামের একজন বলেন, নাটিমা অফিসের নায়েব টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকা দিলে কাজ হয়, না দিলে কাজ হয় না। নস্তী গ্রামের আশাদুল নামের একজন বলেন, আমি বেশ কয়েকটি কাজ করেছি। নায়েব কাজ প্রতি নামপত্তন বাবদ তিন থেকে চার হাজার টাকা নিয়েছিল। নায়েব অফিসের পাশের এক দোকানদার বলেন, ভূমি অফিসের নায়েব ইসমাইল হোসেন টাকা ছাড়া কিছুই বোঝে না। এ নিয়ে কথা হয় ভূমি অফিসের নায়েব ইসমাইল হোসেনের সাথে। তিনি ঘুষ নেওয়ার অভিযোগ অসিকার করে বলেন, ভূমি অফিসে সবার কাছে শোনেন আমি টাকা নিই কিনা। এরপর পর গোপণে বলেন, ভাই একটু ম্যানেজ করে নিয়েন। সন্ধ্যা বেলা আপনার সাথে দেখা হব। মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আনিচুর রহমান জানান, তার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।