রবিবার ● ২৬ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন খাগড়াছড়িতে উৎসবের আমেজ
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন খাগড়াছড়িতে উৎসবের আমেজ
খাগড়াছড়ি প্রতিনিধি :: স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের মাহেন্দ্রখনে খাগড়াছড়িতে বহে উৎসবের আমেজ।
গতকাল শনিবার ২৫ জুন সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে জেলায় বিভিন্ন পেশাজীবি মানুষের জন্য পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান প্রচারে আয়োজন করে জেলা প্রশাসন।
ডিসপ্লেতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সরাসরি দেখানো হয়েছে। এসময় আগত মানুষেরা উৎসব আনন্দ মুখর পরিবেশে পদ্মা সেতু উদ্বোধন উপভোগ করে।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে, খাগড়াছড়ি জেলা প্রশাসক স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু অনুষ্ঠানের স্মৃতিময় আনন্দ স্নাত গড়ে তোলেন।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলৈন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সরকারি, বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মী , সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে উৎসব আনন্দ মুখর পরিবেশে এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সকাল থেকে অনুষ্ঠিত হয়, বিভিন্ন পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কর্তৃপক্ষ, সন্ধ্যায় খাগড়াছড়ি আলুটিলা পর্যটন এলাকা থেকে ফানুস বাতি উড়ানোর কর্মসূচির কথা জানান।