রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল
গাজীপুরে ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের চাপুলিয়া এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এঙ্প্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে ঢাকা ও ময়মনসিংহ রেলরুটের ট্রেন চলাচল৷ পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি সরিয়ে নিলে প্রায় এক ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়৷
রেলওয়ের জয়দেবপুর স্টেশন ফাঁড়ি ইনচার্জ এএসআই দাদন মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে
জানায়, শনিবার দুপুর পৌনে ১টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এঙ্প্রেস ট্রেনটি গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে৷ এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল৷ পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি সরিয়ে নিলে ২টা ১০মিনিটে ট্রেন চলাচল শুরু হয়৷
ট্রেন বিকল হওয়ায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওড় এঙ্প্রেস ট্রেন রাজেন্দ্রপুরে এবং ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনটি শ্রীপুরে আটকা পড়ে৷ এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী৷