রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মুসল্লিদের সড়ক অবরোধ, বিক্ষোভ
গাজীপুরে মুসল্লিদের সড়ক অবরোধ, বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর জেলা শহরে ২৫ মার্চ শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তাওহীদি জনতা গাজীপুর মহানগরের উদ্যোগে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়৷
মিছিলটি জয়দেবপুর বাজার, বাসস্ট্যান্ড ও শিববাড়ি মোড় হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়৷ সমাবেশে বক্তব্য দেন, মাওলানা মুফতি তরিকুল ইসলম, মুফতি ইসাদুল্লাহ কাসেমী, মাওলানা মুজিবুর রহমান৷
এদিকে, গাজীপুর সদর, টঙ্গী ও শ্রীপুরে মুসলি্লরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে৷
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, শুক্রবার জুমার নামজের পর ‘রাষ্ট্রধর্ম ইসলাম চাই’ স্লোগান দিতে দিতে বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসলি্লরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন৷ মিছিলটি গাজীপুরা থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত প্রদক্ষিণ করে৷
পরে তারা চেরাগ আলী এলাকায় মহাসড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে৷ প্রায় দেড় ঘন্টা অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়৷
সমাবেশে বক্তব্য দেন, মাওলানা মাহমুদুল করিম, মাওলানা আনোয়ার হোসেন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি মুসা কালিমুল্লাহ৷
পরে মোনাজাত শেষে বেলা ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন মুসলি্লরা৷
প্রসঙ্গত, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে ১৯৮৮ সালে সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী৷ আগামী ২৭ মার্চ রবিবার রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে৷ ২৮ বছর পুরাতন রিট আবেদনটি পুনরুজ্জীবিত করার পর প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ব্যাপারে প্রচার-প্রচারণা হয়েছে৷