শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাকিস্তানে দীর্ঘ ৩৫ বছর জেলখেটে বাড়ি ফিরলো ৭০ বছরের মুনাফ
পাকিস্তানে দীর্ঘ ৩৫ বছর জেলখেটে বাড়ি ফিরলো ৭০ বছরের মুনাফ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির যোগ্যাছোলার ফকির টিলার মো. করিম বক্সের ৩৫ বছরের যুবক মুনাফ (৭০)।
গত মঙ্গলবার (২৮ জুন) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগ ও সদর দপ্তরের সহযোগিতায় একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরেন মো. আব্দুল মুনাফ। পরে সকল কার্যক্রম শেষে গত ২৯ জুন বুধবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান ও আরএফএল বিভাগের খাগড়াছড়ি সদস্য আল আমিন, মানিকছড়ি ইউনিটের যুব প্রধান থোয়াই অংপ্রু মারমা ও আবু জাফরসহ একটি প্রতিনিধি দল তাকে (মুনাফ) পরিবারের কাছে পৌঁছে দেন। দীর্ঘ ৩৫বছর পর বাড়ি ফিরে আসায় বয়োঃবৃদ্ধ স্ত্রী ও সংসারিক কন্যা ও ভাই বোনেরা আনন্দে আত্মহারা! এ সময় মুনাফের স্ত্রী ও একমাত্র কন্যা আবেগাপ্লুত হওয়ায় কথা বলার ভাষা হারিয়ে ফেলেন।
পিতা-মাতা, ৪ বোন, ৬ ভাইয়ের একক পরিবারের অভাবী সংসার। স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েকে রেখে ১৯৮৭ সালে চোরাই পথে কর্মের সন্ধানে পাড়ি জমান প্রতিবেশি দেশ ভারতে। সেখানে স্থায়ী কর্ম না পেয়ে এক বছর পর আদমবেপারীর খপ্পরে পড়ে পাড়ি জমান পাকিস্তানের করাচি শহরে। সেখানেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি! কিছুদিন যেতে না যেতে অবৈধ অনুপ্রবেশ আইনে তাকে জেলে যেতে হয়েছে কয়েকবার। দেশে আধুনিক যোগাযোগ ব্যবস্থা তখন উন্নত না থাকায় জীবনের বিভীষিকাময় ঘটনাগুলো পরিবারে জানানো সুযোগও ছিল না মুনাফের। এভাবে এক বার জেল, এক বার বাইরে থেকে জীবনের ৩৫টি বছর কেটে গেছে।
পরিবারে ফিরে এসে মো. আব্দুল মুনাফ জানান, দীর্ঘ ৩৫বছর আমি পাকিস্তানে অবস্থান করি এবং সেখানে প্রায় ১৭ বছর আমি বিভিন্ন কারণে কারাবরণ করি। কারাগারে থাকা অবস্থায় রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আমি মুক্ত হয়ে দেশে ফিরতে পেরেছি। আমার স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে কাছে পেয়েছি। আমি সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাকে পরিবারের কাছে হস্তান্তরকালে রেড ক্রিসেন্টের খাগড়াছড়ি জেলা আরএফএল টীমের সদস্য মোহাম্মদ আল আমিন, মানিকছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মিন্টু মারমা, দলনেতা থোয়াই অং প্রু মারমা, যুব সদস্য আবু জাফরসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।