শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ঐহিত্যবাহী রথ উৎসব পালন
নবীগঞ্জে ঐহিত্যবাহী রথ উৎসব পালন
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব ১ জুলাই শুক্রবার বিভিন্ন ধর্মীয় অনুষ্টান মালার মধ্য দিয়ে যথাযথভাবে জবকজকমপূর্ন পরিবেশে আঢ়ম্বরভাবে ঐতিহ্যবাহী রথ উসব পালন করা হয়েছে। নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর প্রতিকৃতিসহ রথ টান শেষ করেন । নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সেবায়েত সুদাম বৈষ্ণব ও লক্ষী বৈষ্ণবী ও পুরোহিত পান্না রাল ভট্টাচার্য্যর পুজাঅৃর্চনায় এবং রথ কমিটির আহবায়ক রঙ্গ লাল রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জলো আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন,পৌর সভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, হবিগঞ্জ জেলা আওয়ামীলের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,রিজভী আহমদ খালেদ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, মৃনাল কান্তি রায় মিনু,আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, যুবলীগ নেতা মাক্কু চৌধুরী, মিনিবিাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন,অরবিন্দু বনিক,পবিত্র বনিক, অঞ্জন পুরকায়স্থ,বিশ্বমনি সরকার,রঞ্জু দাশ,প্রজেশ রায় নিতন, খোকন দাশ গুপ্ত, প্রমথ চক্রবর্ত্তী বেনু, সাধন চন্দ্র দাশ,বিষ্ণু পদ রায়, বিন্দু সুত্রধর, পৌর আওয়ালমীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, দিপক পাল,শিক্ষক বিপুল চন্দ্র দেব,শিক্ষক লিটন দেবনাথ, অমলেন্দু সুত্রধর,পার্থ পাল,রন্টু দাশ,পিন্টু রায় তনয় কান্তি ঘোষ,রিপ্টু তালুকদারসহ ব্যবসায়ী ও সহস্রাধিক ভক্তবৃন্দ রথটান অনুষ্টানে গোবিন্দ জিউড় আখড়ায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্টান পরিচালনা করে আসছিলেন নবীগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে গত ৩ বছর পুর্বে প্রথম ১৫ ফুট উচু অত্যাধুনিক একটি রথ তৈরী করে উদ্বোধন করা হয়েছে।