রবিবার ● ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধুর আকুতি ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন করছে
৪ দিন ধরে নিখোঁজ গৃহবধুর আকুতি ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন করছে
ঝিনাইদহ প্রতিনিধি :: আমাকে বাচাঁও। ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন ও টর্চার করছে। মোবাইলে পরিবার পরিজনদের কাছে এমন আকুতিই জানাচ্ছেন গত ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধু রিটা খাতুন (২৬)। সে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার মৃত কুদ্দুস শেখের মেয়ে। গত ২৮ জুন বাড়ী থেকে বের হয়ে অদ্যবধী নিখোঁজ রয়েছে। পরিবারের ভাষ্য, রিটা অপহরনের স্বীকার হয়েছে। এ ঘটনার রিটার বোন রুমী বেগম শুক্রবার রাতে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেছেন। গৃহবধু রিটার বোন রুমী বেগম জানায়, গত ২৮ জুন দুপুর ২ টার দিকে ছোট বোন রিটা বাজারে যাচ্ছে বলে বাড়ী থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় খোজা খুজি শুরু করে। আত্মীয়স্বজন বা কোথাও তার সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মোবাইলও ফোনটাও বন্ধ পায়। ঘটনার দুই দিন পর ৩০ জুন রাত সাড়ে ১০ টার দিকে ০১৯৬৬-৯৫২৪৩৩ নং মোবাইল থেকে রিটা তার মা ফাতেমা খাতুনের মোবাইলে কল দেয়। বলছে আমাকে বাঁচাও, ওরা আমাকে একটি ঘরে আটকে অমানুষিক নির্ষাতন ও টর্চার করছে। একথা বলতে বলতে ফোনটি কেটে যায়। পরে তারা ওই নাম্বারে একাধিক বার কল দিলেও ফোনটি বন্ধ পায়। পরদিন ১ জুলাই শুক্রবার রাত ১ টার দিকে রিটা তার স্বামী রিংকু ইসলামের মোবাইলে কল দিয়ে বাঁচার আকুতি জানায়। স্বামী রিংকু ইসলাম জানায়, তার স্ত্রী অপহরনের স্বীকার হয়েছে। এ পর্ষন্ত যে নাম্বার গুলি থেকে রিটা কথা বলছে, সেসব নম্বার গুলো পরে বন্ধ পাওয়া যাচ্ছে। স্ত্রী তাকে মোবাইলে বলেছে কারা যেন তাকে ধরে বাসে করে ঢাকার গাবতলী টার্মিনালে নামায়। এরপর কোথায় যেন নিয়ে একটি বদ্ধ ঘরে আটকে তার উপর শাররিক নির্ষাতন চালাচ্ছে। তিনি আরো জানান, সর্বশেষ একটি স্মাট ফোনের ইমু নাম্বারের ভিডিও কলে রিটাকে দেখতে পায়। এ সময় তাকে আটকে রাখা বদ্ধ ঘরের ছবি দেখিয়ে বার বার বাচাঁর আকুতি জানাচ্ছিল। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবদুর রহিম মোল্ল্যা জানান, এই ঘটনার একটি অভিযোগ পেয়েছি। গৃহবধুকে উদ্ধারে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যে চারদিনে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান তহবিলে জমা ৭ লাখ টাকা
ঝিনাইদহ :: সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যের জন্য ঝিনাইদহ জেলা বিএনপি ত্রান সহায়তা জোরদার করেছে। চার দিনে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান তহবিলে জমা হয়েছে প্রায় ৭ লাখ টাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছ থেকে এই সাহায্য উত্তোলন করা হচ্ছে। শনিবার ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে ত্রান সহায়তা সংগ্রহ করা হয়। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ, পৌর বিএনপির নেতা আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপপু, আলমগীর হোসেন আলম, আশরাফুল ইসলাম পিন্টু, শাহনেওয়াজ সুমন ও রোকনুজ্জামান প্রমুখ নেতাকর্মী অংশ গ্রহন করেন। জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের জন্য গত ২৮ জুন থেকে ত্রান সংগ্রহ শুরু করা হয়। শনিবার পর্যন্ত জেলা বিএনপির ত্রান তহবিলে জমা হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৭৫ টাকা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে এই ত্রান সহায়তা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ :: সাভারে প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। কর্মসূচীতে শিক্ষক নেতা আমিনুর রহমান টুকু, আব্দুল মমিন, অরবিন্দু বিশ^াস, ড. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সেই সাথে সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানান।