![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার , অধ্যক্ষ আব্দুর রহমান রিজভি, প্রধান শিক্ষক বেলাল হোসেন, আব্দুল জলিল প্রমুখ।
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটস, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক মুভমেন্ট বিষয়ে গত ১৮ মে তারিখে বিচারক মন্ডলীগন বিভিন্ন তথ্য উপাত্ত ও সাক্ষাতকারের মাধ্যমে বিজয়ীদের মনোনিত করেন।