রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫,মেম্বার ১০৬,মহিলা ৩২ জনের মনোয়ন পত্র দাখিল
কাউখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫,মেম্বার ১০৬,মহিলা ৩২ জনের মনোয়ন পত্র দাখিল
মোঃ ওমর ফারুক,কাউখালী :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ)পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার আসন্ন চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭ মার্চ রবিবার চেয়ারম্যান পদে মোট ১৫ জন,পুরুষ
মেম্বার পদে ১০৬জন,সংরক্ষিত মহিলা আসনে মোট ৩২ জন মনোয়ন পত্র দাখিল করেন বলে জানা যায় ৷
কাউখালী উপজেলার নির্বাচন অফিস সুত্রে জানা গেছে , রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ৷ উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১৫ জন,মেম্বার (পুরুষ) পদে ১০৬জন (মহিলা সংরক্ষিত) আসনে পদে ৩২জন মনোয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২৭ মার্চ জমাদান করেন ৷
তার মধ্যে ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪জন মনোয়ন পত্র জমা দেন খইচা বাই তালুকদার (আওয়ামীলীগ) সমর্থিত, মোঃ শওকত হোসাইন (বিএনপি) সমর্থিত, মোঃ জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র) সাজাই মং মারমা (স্বতন্ত্র) (বিএনপি বিদ্রোহী প্রার্থী) , বেতবুনিয়া ইউনিয়নে মেম্বার (পুরুষ) প্রার্থী ২৯জন ও মহিলা মেম্বার ৭জন , ২নং ফটিক ছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন ধন কুমার চাকমা বর্তমান চেয়ারম্যান (ইউপিডিএফ) সমর্থিত, হ্লথোয়াই মারমা (আওয়ামীলীগ), ঊষাতন চাকমা (স্বতন্ত্র) মেম্বার (পুরুষ) ১৯ জন,মহিলা মেম্বার ৫ জন , ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫জন মোঃ বেলাল উদ্দিন (আওয়ামীলীগ) সমর্থিত, মোঃ খুরশেদ আলম সওদাগর (বিএনপি) সমর্থিত ,জগদীশ চাকমা প্রকাশ মাষ্টার (ইউপিডিএফ) সমর্থিত, শান্তি মুনি চাকমা প্রকাশ মেম্বার (জেএসএস) সমর্থিত , মেম্বার (পুরুষ) পদে ২৫ জন, মহিলা মেম্বার পদে ৬ জন, ৪ নং কলম পতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩জন ক্যাজাই মারমা বর্তমান চেয়ারম্যান (আওয়ামীলীগ) সমর্থিত, মোঃ জাহাঙ্গির হোসেন (বিএনপি) সমর্থিত, উ্সুই মং মারমা (স্বতন্ত্র) ও মেম্বার (পুরুষ) পদে ৩৩ জন,মহিলা মেম্বার পদে ১৪ জন প্রার্থী মনোয়ন পত্র জমা দেন ৷
আগামী ২৯-৩০ মার্চ ২০১৬ তাদের মনোয়ন পত্র যাচাই বাছাইয়ের তারিখ , ৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৩ এপ্রিল ২০১৬ ভোট গ্রহনের তারিখ, বলে কাউখালি উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানিয়েছেন।